তালা

তালায় এবিএল স্কুল পরিদর্শনে ইউনিসেফের প্রতিনিধি দল

By Daily Satkhira

May 22, 2017

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : তালায় বে-সরকারী সংস্থা জাগরনী  চক্র ফাউন্ডেশন’র বাস্তবায়নে ও  ইউনিসেফ’র অর্থায়নে ঝরে পড়া শিশুদের শিক্ষাদানের জন্য  উপজেলায় ৭৮টি এবিএল স্কুলের কার্যক্রম চলছে। সোমবার (২২ মে) সকালে তালা উপজেলার নওয়াপাড়া এবিএল স্কুলের কার্যক্রম ও লেখাপড়ার মান পরিদর্শনে আসেন ইউনিসেফের একটি প্রতিনিধি দল। এসময়  প্রতিনিধি দলের নেতৃত্ব ছিলেন ইউনিসেফ কো-ফাউন্ডার কেয়ার অব ফাউন্ডেশন টেশা কাটরিনা পেজ, পাটরিজিয়া সোপিয়া-জার্মান,  এমএস ভিরা-জার্মান। এসময় উপস্থিত ছিলেন, ইউনিসেফ এডুকেশন হেড পাওয়ান কুচিটা, ইউনিসেফের এডুকেশন স্পেশালিষ্ট ইকবাল হোসেন, ইউনিসেফ প্রতিনিধি জাহিদুল ইসলাম, ইউনিসেফ’র খুলনা হেড ফিল্ড অফিসার মোঃ কপিলউদ্দিন, ইউনিসেফ এডুকেশন অফিসার মোঃ তানভিরুল ইসলাম, জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক সেলিম চৌধুরী, প্রজেক্ট ডিরেক্টর ফিরোজ রহমান, জেলা কো-অর্ডিনেটর বদরুল আলম, উপজেলা কো-অর্ডিনেটর নাজমা খাতুন প্রমুখ ।

এসময় প্রতিনিধি দলটি এবিএল পরিদর্শন শেষে উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় করেন এবং  এবিএল স্কুলের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে শিক্ষার গুনগত মান অব্যহত রাখতে অভিভাবকদের সহযোগিতা কামনা করেন।