অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ দেখা দেওয়ায় ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর আইপিএল স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড- বিসিসিআই।
ইএসপিএন ক্রিকইনফো-এর এক প্রতিবেদনে বলা হয়, তিনটি দলের সদস্যদের মধ্যে ভাইরাসটির উপস্থিতি দেখা দেওয়ায় এই সিদ্ধান্ত জানিয়েছে তারা।
বিষয়টি নিশ্চিত করেছেন আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল। তিনি বলেন, সবার নিরাপত্তার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভারতে একদিকে জ্বলছে শ্মশান, খোড়া হচ্ছে একের পর এক কবর। আর অন্যদিকে চলছিলো জাঁকজমকপূর্ণ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসর। এ নিয়ে এতোদিন অনেক সমালচনা হয়েছে। অবশেষে সবার নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে আসরটি স্থগিত করলো কর্তৃপক্ষ।
এনডিটিভি বরাতে জানা যায়, কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপারকিংস ও সানরাইজার্স হায়েদ্রাবাদের বেশ কিছু খেলোয়াড় ও কর্মচারি ভাইরাসটিতে পজিটিভ শনাক্ত হয়েছেন। এদের মধ্যে আছেন কলকাতার ভারুন চক্রবর্তী ও সান্দিপ ওয়ারের, চেন্নাইয়ের বোলিং কোচ লক্ষীপতি বালাজি এবং স্টাফদের বেশ কয়েকজন, হায়েদ্রাবাদের ঋদ্ধিমান সাহা করোনায় আক্রান্ত হয়েছেন।