তালা

তালায় মানবপাচার প্রতিরোধে কর্মশালা

By daily satkhira

May 06, 2021

তালা প্রতিনিধি : মানবপাচার মানবতার বিরুদ্ধে একটি জঘন্য অপরাধ,আসুন সকলে মিলে পাচার প্রতিরোধ করি-নির্দেশনাকে সামনে রেখে তালায় মানবপাচার প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইন্টারঅ্যাক্ট- সুইডেন’র অর্থায়নে এবং ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ’র আয়োজনে সংস্থার সিটিএসপিই প্রকল্পের আওতায় কর্মশালা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার সকালে তালার গোনালী এফসিসিবি চার্চে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন, প্রজেক্ট ম্যানেজার নীল আর্মষ্ট্রং গোমেজ। প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথির বক্তৃতা করেন, খলিলনগর ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান রাজু, ইউপি সদস্য মোকাম আলী, পালক রঘুনাথ সরকার।

প্রকল্পের কর্মসূচী উপস্থাপন করেন, সিটিএসপিই প্রকল্প ব্যবস্থাপক মো. হাফিজুর রহমান। প্রজেক্ট অফিসার রনজিৎ দাশ’র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে প্রশিক্ষক সমুয়েল সরকার শান্ত, প্রোগ্রাম অফিসার বিউটি বিশ্বাস,নারী নেত্রী সোমা সরকার, মিলন দাশ ও সেকেন্দার আলী প্রমুখ বক্তৃতা করেন।

সভায়, মানবপাচার প্রতিরোধ, পাচারের ধরন, ক্ষতিকর প্রভাব ও পাচার রোধে আইনের দিকগুলো আলোচনা করা হয়। এছাড়া ১ বছর ব্যপী খলিলনগর ইউনিয়নের দুটি এলাকায় প্রকল্পটি বাস্তবায়িত হবে বলে জানানো হয়। এসময়, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ধর্মীয় নেতৃবৃন্দ ও কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।