সাতক্ষীরা

ঘুর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থ প্রতাপনগর ও শ্রীউলায় নগদ অর্থ ও সবজি বীজ বিতরণ

By daily satkhira

May 08, 2021

ঘুর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থ আশাশুনি উপজেলার প্রতাপনগর ও শ্রীউলা ইউনিয়নে ৭৫০ পরিবারের মাঝে নগদ অর্থ ও সবজি বীজ (৮ প্রকার হাইব্রিড) বিতরণ করা হয়েছে। শনিবার ৮ মে ২০২১ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সাতক্ষীরা ইউনিটের পক্ষ থেকে এ নগদ অর্থ ও সবজি বীজ বিতরণ সভাপতিত্ব করেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের চেয়ারম্যান আলহাজ¦ মো: নজরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা চেয়ারম্যান এ বি এম মোস্তাকিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের সেক্রেটারী সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, ভাইস চেয়ারম্যান শেখ নুরুল হক, আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসাইন খান, আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কবির। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের কার্যনির্বাহী সদস্যবৃন্দ শেখ তহিদুর রহমান ডাবলু, জোৎ¯œ্যা আরা ও শেখ আব্দুর রশিদ। সঞ্চালনায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের উপ-পরিচালক এ এস এম আক্তার ও যুব প্রধান শেখ মুসা কাজিম আশিক, অফিস সহকারী মো: কামরুল ইসলাম। এছাড়া আরো উপস্থিত ছিলেন যুব সদস্যগণ সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিট।