আন্তর্জাতিক

চীনের থেকে আনা ৫ লাখ ডোজ ভ্যাকসিন হস্তান্তর

By Daily Satkhira

May 12, 2021

দেশের খবর : চীনা প্রতিষ্ঠান সিনোফার্মের পাঁচ লাখ ডোজ ভ্যাকসিন হস্তান্তর করা হয়েছে।

আজ বুধবার বেলা ১২টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং ভ্যাকসিনগুলো পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছে হস্তান্তর করেন।

এর আগে ভোর সাড়ে ৫টার দিকে ভ্যাকসিনের চালানটি কুর্মিটোলায় বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুতে এসে পৌঁছায়।

ভ্যাকসিন আনতে গতকাল সকাল ৮টা ১২ মিনিটে বিমান বাহিনীর সি-১৩০জে উড়োজাহাজটি ঢাকা থেকে চীনের উদ্দেশে রওনা দেয়।

২০২০ সালের শুরুর দিকে বেইজিং ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল প্রডাক্টস বিবিআইবিপি-করভি নামের নিষ্ক্রিয় করোনাভাইরাসের একটি টিকা তৈরি করে, যা সিনোফার্ম নামেও পরিচিত।

গত ২৯ এপ্রিল বাংলাদেশ সরকার জরুরি ব্যবহারের জন্যে সিনোফার্মের ভ্যাকসিন অনুমোদন দিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও (ডব্লিউএইচও) ইতোমধ্যে জরুরি ব্যবহারের জন্য সিনোফার্মের ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে।