নিজস্ব প্রতিনিধি : জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে খুন জখমসহ বাড়িতে মাদক রেখে হয়রানির হুমকির অভিযোগ উঠেছে। ১৮ মে সাতক্ষীরা শহরের কামালনগর এলাকায় এ ঘটনা ঘটে। এঘটনায় ভুক্তভোগী কামালনগর গ্রামের আব্দুল আলিমের পুত্র ইনজামুল হক নিরাপত্তা চেয়ে সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। যার নং- ১০২১। জানা গেছে, জমি জমা সংক্রান্ত বিষয়ে একই এলাকার শফিকুলের পুত্র জয় রাসেল গংয়ের সাথে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত ১৮ মে দুপুরে জয় রাসেল, তার বোন জতি পারভীন, মাতা সালমা খাতুন ও কাটিয়া লস্করপাড়া গ্রামের বাচ্চু’র পুত্র মোশারফ হোসেন বাপ্পীগং প্রকাশ্যে ইনাজমুল এবং তার পরিবারের সদস্যদের খুন জখমসহ বাড়িতে মাদক রেখে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানিসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করে। এঘটনায় তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। ভুক্তভোগী ইনজামুল হক বলেন, আমার মাতা ক্যান্সারে আক্রান্ত। তাকে নিয়ে আমার বর্তমানে হতাশার মধ্যে জীবন যাপন করছি। এরই মধ্যে উল্লেখিত মাদকাসক্ত রাসেল গং আমাদের হয়রানিরসহ হুমকি ধামকি প্রদর্শন করে যাচ্ছেন। উক্ত জয় রাসেল গংয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেণ ভুক্তভোগী ইনজামুল হক।