সাতক্ষীরা

এড. শাহ আলমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা : আইনজীবীদের প্রতিবাদ

By daily satkhira

May 20, 2021

নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. এম শাহ আলমকে একজন টাউটের মিথ্যা মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জ্যেষ্ঠ আইনজীবী অ্যাড. মোস্তফা নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা-১ তালা- কলারোয়া আসনের সাংসদ অ্যাড. মুস্তাফা লুৎফুল্লাহ। সাধারণ আইনজীবীদের আয়োজনে সাতক্ষীরা জেলা জজ আদালতের নীচের তলায় অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড আবুল হোসেন (২), অ্যাড. আশরাফুল আলম, অ্যাড. সৈয়দ ইফতেখার আলী, মুক্তিযোদ্ধা অ্যাড. মোসলেমউদ্দিন, সাবেক অতিরিক্ত পিপি অ্যাড, আজাহারুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. ওসমান গণি, সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা অ্যাড. ইউনুস আলী, অ্যাড. সরদার আমজাদ হোসেন, অ্যাড. তোজাম্মেল হোসেন তোজাম, অতিরিক্ত পিপি অ্যাড. ফাহিমুল হক কিসলু, সাবেক পিপি অ্যাড.তপন কুমার দাস, অ্যাড. মোস্তফা জামান, অ্যাড. কার্তিক দাস, অ্যাড. তপন কুমার কুণ্ডু, অ্যাড .আব্দুস সামাদ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন শতাধিক আইনজীবী। বক্তারা বলেন, দেড় শতাধিক বছরের ঐতিহ্যবাহি সাতক্ষীরা পুরাতন আইনজীবী ভবনের জমি রক্ষায় আমাদের সকলকে একসাথে হয়ে লড়তে হবে। জজ কোর্ট থেকে জুডিশিয়াল কোর্টে যাওয়ার জন্য ডিসি ভবনের সামনের প্রাচীরের মধ্য দিয়ে করিডোর নির্মাণ করার জন্য আইনমন্ত্রী ঘোষণা#দেওয়ার কয়েক বছর পেরিয়ে গেলেও তা আজো কার্যকর হয়নি। এ নিয়েও সমিতির সদস্যরা ঐক্যমতে পৌঁছাতে পারেনি। এ নিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে কয়েকবার। ২৬ এপ্রিল জেলা দায়রা জজ আদালতে একটি ধর্ষণ মামলার আসামীর জামিন শুনানীকে কেন্দ্র করে রাষ্ট্রপক্ষের পিপি’র সঙ্গে আসামীপক্ষের আইনজীবী অ্যাড. এম শাহ আলমের বাক বিতণ্ডাকে ঘিরে পরবর্তীতে তার উপর হামলা ও ল’ চেম্বার ভাঙচুরের ঘটনা আইনজীবী সমিতির চিরচারিত ইতিহাস ও ঐতিহ্যকে ম্লান করে দিয়েছে। আইনজীবী সমিতি কর্তৃক ঘোষিত টাউট লিয়াকতের মামলায় আইনজীবীদের কয়েকজন সহায়ক ভূমিকা পালন করেছে। শুধু তাই নয় সাত বারের সাবেক সভাপতি ও ছয় বারের সাধারণ সম্পাদক অ্যাড. এম শাহ আলমের রিমাণ্ড শুনানীতে টাউটের পক্ষ নিয়ে জ্যেষ্ঠ আইনজীবী এসএম হায়দার আলী, অ্যাড. আব্দুল মজিদ(২), অ্যাড. সালাহউদ্দিন, জজ কোর্টের পিপি অ্যাড. আব্দুল লতিফসহ অনেকেই অংশ নিয়েছেন। অথচ একজন আইনজীবীর বিরুদ্ধে মামলা হলে বারের কোন সদস্য মামলাকারির পক্ষে অবস্থান নেবে না এটাই স্বাভাবিক ছিল। এ ক্ষেত্রে তার ব্যত্তয় ঘটেছে। নেপথ্যে থেকে একটি চক্র শুধু সাতক্ষীরা আইনজীবী সমিতির সুনাম ক্ষুন্ন করছে না, তারা সরকারের ভাবমুর্তি নষ্ট করছে। যারা বারের বিভক্তিতে ভূমিকা রাখছেন তারা ভালো করছেন না। নিজেদের বিবেকের কাছে প্রশ্ন রাখার কথা তুলে ধরে বক্তারা বলেন, আইনজীবীদের নিজেদের মধ্যে কোন সমদস্য সৃষ্টি হলে নির্বাচিত কার্যকরি কমিটির মাধ্যমে তার সামাধান করতে হবে। বক্তারা আরো বলেন, অ্যাড. শাহ আলমের বিরুদ্ধে মামলা দিয়ে ও হাতে হাতকড়া পরিয়ে জেল হাজতে পাঠিয়েছেন তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নিতে হবে। অবিলম্বে শাহ আলমসহ অপর চারজন আইনজীবীর বিরুদ্ধে দায়েরকৃত মামলা দ্রুত নিষ্পত্তি করতে হবে।#