সাতক্ষীরা

সড়ক দুর্ঘটনা হ্রাস ও জনসচেতনা বাড়াতে সাতক্ষীরা বিআরটিএ’র বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

By Daily Satkhira

May 23, 2017

মাহফিজুল ইসলাম আককাজ : ‘সাবধানে গাড়ি চালান, নিরাপদে থাকুন’ এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে জন-সচেতনতা বৃদ্ধিমূলক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের আয়োজনে ও জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এ আলোচনা সভায় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আব্দুল লতিফ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। এসময় তিনি বলেন, ‘জনসচেতনতায় পারে সড়ক দূর্ঘটনা রোধ করতে। এজন্য পেশাজীবী গাড়ী চালকসহ সকলকে সম্মিলিতভাবে সড়ক দূর্ঘটনা রোধে সচেতনতা সৃষ্টি এবং সকল নিয়মের অনুশাসন মেনে চলার আহবান জানান তিনি। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. আলতাফ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সিভিল সার্জন ডা. তাওহীদুর রহমান, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) খুলনা বিভাগের উপ পরিচালক (ইঞ্জি:) মো. জিয়াউর রহমান, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি আবু আহমেদ, দৈনিক প্রথম আলো’র নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী, সাতাক্ষীরা জেলা পুলিশ পরিদর্শক (যানবাহন) তপন কুমার মজুমদার। এসময় উপস্থিত ছিলেন জেলা ট্রাংক ট্রাংকলরী কাভার্ট ভ্যান ইউনিয়নের সভাপতি মো. আজিজুল হক আজিজ, সাধারণ সম্পাদক শাহাঙ্গীর হোসেন শাহীন, মটরযান পরিদর্শন মো. আমির হোসেন, ম্যাকানিক্যাল এসিস্ট্যান্ট মো. আবু জামাল, অফিস সহকারী নাসির উদ্দীন, নারকেলতলা ট্রাংক-ট্যাংলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল কাদের কাদু, বিআরটি এর শেখ আমিনুর হোসেন প্রমুখ।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের প্রকৌশলী তানভীর আহমেদ চৌধুরী।