আন্তর্জাতিক

ভারতে একদিনে আবারও ৪ হাজারের বেশি মৃত্যু

By Daily Satkhira

May 22, 2021

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা কমছেই না ভারতে। একদিনে দেশটিতে আরও ৪ হাজার ১৯৪ জনের প্রাণ গেল এই ভাইরাসে।

কর্তৃপক্ষের বরাত দিয়ে শনিবার সকালে এ তথ্য দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ২ লাখ ৫৭ হাজার ২৯৯ জনের। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৬২ লাখ ৮৯ হাজার ২৯০ জনে দাঁড়িয়েছে। আরও ৪ হাজার ১৯৪ জনের মৃত্যুর মধ্যদিয়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ২ লাখ ৯৫ হাজার ৫২৫ জনে।

দৈনিক সংক্রমণ কম হওয়ায় গত কয়েকদিন ধরেই ভারতে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। দেশটিতে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা নেমে এসেছে ২৯ লাখে।

প্রতিবেদনে বলা হয়েছে, বেশ কয়েকটি রাজ্যে সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতেই বদলে যাচ্ছে পরিস্থিতি। দিল্লি, বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশে সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণে এসেছে।

গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছে ২৯ হাজার ৬৪৪ জন। তবে সংক্রমণ কমলেও সেখানে মৃত্যুর হার কমেনি। গত একদিনে সেখানে করোনায় মারা গেছে ১ হাজার ২৬৩ জন।

কেরলে একটু কমলেও ৩০ হাজারের আশপাশে প্রতিদিন আক্রান্ত হচ্ছে সেখানে। কর্নাটকের পরিস্থিতি এখনও লাগামছাড়া।

তামিলনাড়ুর অবস্থা এই মুহূর্তে সবথেকে খারাপ। সেখানে দৈনিক সংক্রমণ ৩৬ হাজার ছাড়িয়েছে। আর মারা গেছে ৪৬৭ জন।

গত কয়েকদিনে মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, নাগাল্যান্ড, সিকিম, মিজোরামের মতো রাজ্যেও সংক্রমণ বেড়েছে।