সাতক্ষীরা

সাংবাদিক রোজিনা ইসলামের নি:শর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবীতে সাতক্ষীরায় প্রতিকী অনশন

By daily satkhira

May 22, 2021

প্রেস বিজ্ঞপ্তি : প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের নি:শর্ত মুক্তি ও সাজানো মিথ্যা মামলা প্রত্যাহারসহ তার হেনস্তাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবীতে সাতক্ষীরায় প্রতিকী অনশন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের আয়োজনে শনিবার সকাল ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাব চত্বরে উক্ত প্রতিকি অনশন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের আহবায়ক এম কামরুজ্জামানের সভাপতিত্বে প্রতিকি অনশন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, প্রেসক্লাব সাধারন সম্পাদক মোহাম্মদ আলী সুজন, সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, আন্তজার্তিক ফিফা রেফারী তৈয়ব হাসান বাবু, উদিচি সাতক্ষীরার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, সিনিয়ন সাংবাদিক সেলিম রেজা মুকুল, বীরমুক্তি যোদ্ধা সাংবাদিক কালিদাস কর্মকার, অসিম বরন চক্রবর্তী, আসাদুজ্জামান, এম শাহীন গোলদার, এম রফিক, টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সদস্য সচিব আহসানুর রহমান রাজিব, আমিনুর রশিদ, হাফিজুর রহমান, শহিদুল ইসলাম, আব্দুল আলিম, কামরুল ইসলাম, হাসানুজ্জামান, এস.এম তৌহিদুজ্জামান, শেখ মাহবুব আহমেদ প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ¦ল। বক্তারা বলেন, আমরা প্রত্যাশা করি রোববার সরকার রোজিনা ইসলামের জামিনে মুক্ত দিবেন এবং একই সাথে তার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করবে। বক্তারা অবিলম্বে নারী সাংবাদিক রোজিনা ইসলামের নি:শর্ত মুক্তি এবং স্বাস্থ্যবিভাগের দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানান। প্রতিকী অনশন ও প্রতিবাদ সমাবেশ শেষে আন্তজার্তিক ফিফা রেফারী তৈয়ব হাসান বাবু সাংবাদিকদের জুস পান করিয়ে অনশন ভঙ্গ করান।