সাতক্ষীরা

লাবসার আলমগীর, রবিউল ও জাহাঙ্গীর হোসেনের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

By daily satkhira

May 24, 2021

প্রেস বিজ্ঞপ্তি ঃ সাতক্ষীরার লাবসা ইউনিয়নের রাজনগর গ্রামের বহু অপকর্মের হোতা আলমগীর হোসেন, রবিউল ও জাহাঙ্গীর হোসেনের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেক্লাব আব্দুল মোতালেব মিলনায়তনে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন, সদর উপজেলার রাজনগর গ্রামের কামরুল ইসলামের ছেলে আজহারুল ইসলাম। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, লাবসা ইউনিয়নের রাজনগর গ্রামের আলমগীর হোসেন, শিবনগর গ্রামের রবিউল ইসলাম, রাজনগর গ্রামের জাহাঙ্গীর হোসেন, তরিকুল ইসলাম ও শিবনগর গ্রামের রনি, জনি, সনির নেতৃত্বে এলাকায় চাঁদাবাজী সন্ত্রাসী কর্মকান্ড, মাদক ব্যবসা, ঘেরে বিষ প্রয়োগে মাছ নিধন, অন্যের মাছ লুটপাটকারী ও চুরিসহ নানা অপকর্ম করে থাকেন। উক্ত সন্ত্রাসীরা আমার মৎস্য ঘেরে বিষ দিয়ে লক্ষ লক্ষ টাকার ক্ষতিসাধন করেন এবং আমার চাচা মনিরুল, মিন্টু ও আমাকে মারপিট ও কুপিয়ে মারাত্মক জখম করেছেন। এঘটনায় আমরা হাসপাতালে চিকিৎসা নেই। কিন্তু সন্ত্রাসীরা উল্টো আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জেল খাটান। এছাড়া তারা আমাদের বাড়িতে গিয়ে গত ১২ মে ২০২১ তারিখে প্রকাশ্যে খুন জখমসহ ভয়ভীতির হুমকি প্রদর্শন করেন। এঘটনায় আমার বাবা সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। যার নং- ৬৪৮। তিনি আরো বলেন, এর আগে গত বছরের ২৪ সেপ্টেম্বর লাবসা ইউনিয়নের রাজনগর গ্রামের আইনুল ও একই গ্রামের সোহরাবের নেতৃত্বে আমাদের মৎস্য ঘেরে বিষ দিয়ে মাছ নিধন করাসহ চাঁদা দাবি করেন। এঘটনায় আমার বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। যার নং -৬৪/৭০৩। উক্ত মামলা দায়েরের পর তারা ক্ষিপ্ত হয়ে আবারো চলতি বছরের গত ২৫ এপ্রিল তারিখে মাদক ব্যবসায়ী আলমগীরের নেতৃত্বে উল্লেখিত আসামীরা আমার মৎস্য ঘেরে বিষ দিয়ে লক্ষ লক্ষ টাকার ক্ষতিসাধন করেন এবং আমার চাচা মনিরুল, মিন্টু ও আমাকে মারপিট ও কুপিয়ে মারাত্মক জখম করেন। এঘটনায় আমার পিতা কামরুল ইসলাম সন্ত্রাসী আলমগীর হোসেন, রবিউল ইসলাম, জনি, রনি, সনি, তরিকুলসহ ৮/৯ জনের নামে একটি মামলা দায়ের করেন। যার নং জিআর ৪৭/২৮৬। উক্ত মামলা দায়েরের এক মাস অতিবাহিত হলেও কোন আসামী এখনও গ্রেফতার হয়নি। আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। তারা আটক না হওয়ায় এলাকায় প্রকাশ্যে বলে বেড়াচ্ছেন “পুলিশ ম্যানেজ করা হয়েছে, আমাদের কেউ আটক করতে পারবেন না”। এছাড়া মামলা তুলে নিতে হুমকি প্রদর্শন করছেন। এদিকে, আসামীরা কেউ আটক না হওয়ায় তারা আরো বেপরোয়া হয়ে উঠেছে। প্রকাশ্যে অস্ত্র সস্ত্র নিয়ে আমাদের খুন জখমসহ বিভিন্ন হুমকি প্রদর্শন করে এলাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করে চলেছেন। এর ফলে আমিসহ আমার পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভূগছেন। সংবাদ সম্মেলন থেকে তিনি (আজহারুল) এ সময় উক্ত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার পূর্বক এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।##