সাতক্ষীরা

পৈত্রিক সূত্রে প্রাপ্ত ঘর না ছেড়ে উল্টো হুমকি-ধামকির অভিযোগ

By daily satkhira

May 24, 2021

নিজস্ব প্রতিনিধি : পৈত্রিক সম্পত্তি ভাগ বাটোয়ার পর সম্পত্তি না ছেড়ে জোরপূর্বক দখলে রাখার প্রতিবাদ করায় ভাই এবং ভাইপোকে খুন জখমসহ বিভিন্ন হুমকি-ধামকির অভিযোগ উঠেছে। এঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সুত্রে জানা গেছে, সদরের ব্রহ্মরাজপুর ইউনিয়নের বাঁধনডাঙ্গা গ্রামর মৃত জনাব গাজীর সম্পত্তি তার পুত্রসহ ওয়ারেশগণের মধ্যে গত ২০১৯ সালে ভাগ বাটোয়ারা হয়। সে সময় কবির হোসেনের দখলে একটি কাঁচাঘর ছিলো। ঘরটি আব্দুল খালেকের ভাগে পড়ে। ফলে ৬ মাসের মধ্যে ঘরটি আব্দুল খালেককে বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু কবির হোসেন ৬মাস অতিবাহিত হলেও ঘরটি খালেককে বুঝিয়ে না দিয়ে জোরপূর্বক দখল করে রাখে এবং সংস্কার করতে থাকে। গত ২৪ মে ২০২১ তারিখে কবির হোসেন পুরনায় ঘরটি সংস্কার করতে গেলে আব্দুল খালেক ও তার পুত্র রবিউল ইসলাম বাধা দিতে গেলে কবির তাদের অকথ্য ভাষায় গালি গালাজ করে এবং খুন জখমসহ মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির হুমকি প্রদর্শন করে। এছাড়া ইতোপূর্বে কবির হোসেন আব্দুল খালেকদের মারপিটও করেছেন বলেছেন জানান ভুক্তভোগী। এঘটনায় ভুক্তভোগী আব্দুল খালেকের পুত্র রবিউল ইসলাম প্রতিকার চেয়ে সাতক্ষীরা সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।