ফিচার

সাতক্ষীরায় একদিনে শনাক্তের হার ৪৬%, আজ ৫৯ জনকে পরীক্ষা করে ২৭ জন শনাক্ত

By Daily Satkhira

May 26, 2021

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরায় করোনা শনাক্তের হার উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। আজ বুধবার টানা তৃতীয় দিনের মত একদিনের পরীক্ষায় ৪০ শতাংশের বেশি করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে।

আজ ৫৯ জনের নমুনা পরীক্ষায় ২৭ জনের করোনা পজিটিভ হয়েছে। অর্থাৎ শনাক্তের হার প্রায় ৪৬ শতাংশ।

এর আগে মঙ্গলবার ২৫ জনের করোনা শনাক্ত হয় ৬০ জনের নমুনা পরীক্ষায়। অর্থাৎ প্রায় ৪২ শতাংশ আক্রান্ত শনাক্ত হয়।

গত সোমবার ৬৮ জনের করোনা পরীক্ষা করে ২৮ জন অর্থাৎ ৪১ শতাংশের বেশি করোনা আক্রান্ত শনাক্ত হয়েছিল।

সাতক্ষীরা মেডিকেল কলেজের আরটিপিসিআর ল্যাবে আজ বুধবার ২৬ মে সর্বমোট ৫৯ জনের নমুনা পরীক্ষা করে ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য পওয়া গেছে। উল্লেখ্য, বাংলাদেশের ভারতীয় সীমান্তবর্তী সাতক্ষীরা জেলায় হঠাৎ করে করোনা সংক্রমণের হার আশংকাজনকভাবে বেড়ে গেছে।