তালা

তালায় স্থগিত হওয়া জেলা পরিষদ নির্বাচনে হিল্লোল ও রুবি বিজয়ী

By Daily Satkhira

May 23, 2017

সেলিম হায়দার : সাতক্ষীরা তালা উপজেলার ৫ ইউনিয়ন নিয়ে গঠিত (১৪নং ওয়ার্ডে) জেলা পরিষদ সদস্য পদে স্থগিত হওয়া নির্বাচন মঙ্গলবার (২৩ মে) সকালে পাটকেলঘাটা হারুন অর রশিদ কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

নির্বাচনে তালা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম হিল্লোল (টিউবওয়েল প্রতিক) নিয়ে ২৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তাঁর নিকটতম প্রতিদ্বনদ্বী কুমিরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম (বক প্রতিক) পেয়েছে ১৬ ভোট। এছাড়া সাংবাদিক মফিদুল ইসলাম (সিলিংফ্যান প্রতিক) পেয়েছেন ৯ ভোট, শরিফুল ইসলাম (হাতি প্রতিক) পেয়েছেন ৭ ভোট, শহিদুল ইসলাম (ঘুড়ি প্রতিক) পেয়েছেন ৭ ভোট এবং মোঃ আতিয়ার রহমান (তালা প্রতিক) পেয়েছেন ১ ভোট।

সংরক্ষিত নারী ওয়ার্ডে এগিয়ে থাকা মাহফুজা সুলতানা রুবি (দোয়াত কলম প্রতিক) ৮০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বনদ্বী শাকিলা ইসলাম জুই (দেয়াল ঘড়ি প্রতিক) পেয়েছেন ৭৫ ভোট পেয়েছেন।

৫ ইউনিয়নের ৬৫ জন জনপ্রতিনিধি তাদের ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। তবে এরমধ্যে একটি ভোট বাতিল হয়। সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত পাটকেলঘাটা হারুণ-অর রশিদ কলেজ কেন্দ্রে উক্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

নির্বাচনের প্রিজাইডিং অফিসার এবং তালা উপজেলা কৃষি অফিসার মোঃ শামছুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।