সাতক্ষীরা

সাতক্ষীরার দুই বোনের সম্পত্তি ইজারা নিয়ে হারির টাকা না দিয়ে দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

By daily satkhira

May 30, 2021

প্রেস বিজ্ঞপ্তি ঃ সাতক্ষীরার বুধহাটায় মৌখিকভাবে দুই বোনের সম্পত্তি ইজারা নিয়ে হারির টাকা না দিয়ে অবৈধভাবে তা দখলের চেষ্টা ও বিক্রয়ে বাধ্য করতে চাপপ্রয়োগের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করেন আশাশুনি উপজেলার বেউলা গ্রামের মৃত ঈমান আলীর দুই মেয়ে ভুক্তভোগী খায়রুন্নেছা ও ফরিদা খাতুন। লিখিত বক্তব্যে এ সময় তাদের দুই বোনের মধ্যে ফরিদা খাতুন বলেন, আশাশুনি উপজেলার বেউলা মৌজায় বি.আর.এস ৮৬৯ নং খতিয়ানে ৪৭ শতক সম্পত্তি আমরা দুই বোন ওয়ারেশ সূত্রে প্রাপ্ত হই। উক্ত ৪৭ শতক সম্পত্তির মধ্যে ৩৬ শতক সম্পত্তি মৌখিভাবে বেউলা গ্রামের কেরামত আলী সরদারের ছেলে বর্তমানে সদর উপজেলার আলিপুর দিঘির পাড় এলাকার বাসিন্দা ও আলিপুর আদর্শ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিম রেজা ওরফে রেজাউল ইসলাম ইজারা গ্রহণ করেন। কিন্তু দীর্ঘদিন ধরে উক্ত সেলিম রেজা ওরফে রেজাউল ইসলাম আমাদের সম্পত্তির কোন হারির টাকা না দিয়ে তালবাহানা করতে থাকেন। হারির টাকা চাইলে সেখানে আমাদের কোন সম্পত্তি নেই মর্মে হাকিয়ে দেন। এরপর আমরা উক্ত সম্পত্তি বেউলা গ্রামের বাবুল আক্তার বাবলুকে গত ২৩/০৬/২০২০ হতে ২২/০৬/২০২২ সাল পর্যন্ত ২ বছর মেয়াদে লিখিতভাবে লিজ দেই। কিন্তু উল্লেখিত পর সম্পদ লোভী সেলিম রেজা ওরফে রেজাউল ইসলাম উক্ত সম্পত্তিতে বাবলুকে যেতে বাধা প্রদান করেন এবং বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করেন। তার ভাড়াটিয়া বাহিনী দিয়ে আমাদের দুই বোন এবং বাবলুকে উক্ত সম্পত্তিতে গেলে খুন জখমসহ বিভিন্নভাবে হয়রানির হুমকি প্রদর্শন করতে থাকেন। এবিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করা হলেও কোন সমাধান হয়নি। তিনি বলেন, উক্ত সেলিম রেজা ওরফে রেজাউল ইসলাম আমাদের পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক দখলের উদ্দেশ্যে বেউলা গ্রামের আকর শেখ ও ইমদাদুল শেখসহ কতিপয় ভাড়াটিয়া বাহিনী দিয়ে দখল করে রেখেছেন। তার বাহিনীর কারনে সেখানে আমরা বা আমাদের ইজারাদার যেতে সাহস পান না। উক্ত সম্পত্তি নিয়ে তারা প্রকাশ্যে গালিগালাজ করে এবং খুন জখমমের হুমকির ঘটনায় সেলিম রেজা ওরফে রেজাউল ইসলামের বিরুদ্ধে আদালতে একটি নন জিআর মামলা দায়ের করা হয়। যার মামলা নং- ৫৩/২০। তিনি আরো বলেন, বেউলা মৌজায় উক্ত ৩৬ শতক সম্পত্তি আমরা দুই বোন কখনো কারো কাছে বিক্রয় বা হস্তান্তর করি নাই। সেলিম রেজা ওরফে রেজাউল ইসলামের সেখানে কোন সম্পত্তি না থাকলেও সম্পূর্ণ গায়ের জোরে এবং ভাড়াটিয়া বাহিনীর সহযোগিতায় আমাদের পৈত্রিক সম্পত্তি দখল করে রেখেছেন। আমরা দুই বোন অত্যান্ত নিরিহ ও অসহায় প্রকৃতির হওয়ায় উল্লেখিত পর সম্পদ লোভী সেলিম রেজা ওরফে রেজাউল ইসলামের পক্ষে আমাদের সম্পত্তি অবৈধ দখলে রেখেছেন। উক্ত সম্পত্তির সকল বৈধ কাগজপত্র আমাদের পক্ষে রয়েছে। আমরা নিয়মিত খাজনা দাখিলও প্রদান করে থাকি। পক্ষান্তের সেলিম রেজা ওরফে রেজাউল ইসলামের কিছুই না থাকার পরও আমাদের সম্পত্তি ফেরত না দিয়ে জবর দখল করে রেখেছেন এবং তার কাছে কম মূল্যে বিক্রয়ের জন্য বিভিন্নভাবে চাপপ্রয়োগ করে যাচ্ছেন। সংবাদ সম্মেলন থেকে এ সময় তারা দুই বোন (ফরিদা ও খায়রুন্নেছা) তাদের পৈত্রিক সম্পত্তি উল্লেখিত সেলিম রেজা ওরফে রেজাউল ইসলাম ও তার ভাড়াটিয়া বাহিনীর কবল থেকে উদ্ধারের জন্য সাতক্ষীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।##