সাতক্ষীরা

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে জেলা পর্যায়ে মতবিনিময় সভা

By Daily Satkhira

May 23, 2017

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে জেলা পর্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে বি.এন.ডব্লিউ.এল’র নির্বাহী পরিচালক এড. সালমা আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভাপতি এড. তৌহিদা খন্দকার, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মেরিনা আক্তার, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর হোসেন সজল, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসফিয়া সিরাত প্রমুখ। এসময় পাচারের শিকার এবং পরবর্তীতে উদ্ধার হওয়া পাঁচ জন নারীকে পুনর্বাসনের লক্ষ্যে ১০ হাজার করে নগত অর্থ প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জিয়াউদ্দিন আহমেদ, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী, এড হোসেনেয়ারা হক, এড, হাসনা হেনা খান, এড সেলিনা আক্তার, সাকিবুর রহমান প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মালিহা সুলতানা।