জাতীয়

যশোরে আটজনের করোনায় ভারতীয় ধরন যারা ভারতে যাননি

By Daily Satkhira

June 01, 2021

যশোর প্রতিনিধি : যশোরে আরও আট রোগীর শরীরে করোনার ভারতীয় ধরন (ভ্যারিয়েন্ট) শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সাতজন পুরুষ ও একজন নারী। তাদের সবার বয়স ৫৬ বছরের নিচে। আক্রান্ত এ আটজনের কেউই কখনও ভারতে যাননি। এ নিয়ে যশোরে মোট ১৫ জনের শরীরে করোনার ভারতীয় ধরনের উপস্থিতি শনাক্ত হলো।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জনসংযোগ কর্মকর্তা মো. আব্দুর রশিদ সোমবার রাতে এসব তথ্য জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারের সহযোগী পরিচালক অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদের নেতৃত্বে একদল গবেষক সিকোয়েন্সিংয়ের মাধ্যমে এ আটজনের নমুনায় করোনার ভারতীয় ধরন শনাক্ত করেন। বিষয়টি ইতিমধ্যেই স্বাস্থ্য অধিদপ্তর, আইইডিসিআর ও যশোরের স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে।

আব্দুর রশিদ জানান, যাদের শরীরে ভারতীয় ধরনের করোনা শনাক্ত হয়েছে তাদের মধ্যে ২৯ মে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চারজনের, যশোর জেনারেল হাসপাতাল থেকে তিনজনের এবং ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একজনের নমুনা যবিপ্রবি ল্যাবে পাঠানো হয়।