শিক্ষা

শ্যামনগরে নকিপুর স্কুল সরকারিকরণ ; “ডিড অফ গিফট্” দলিল সম্পাদিত

By Daily Satkhira

May 23, 2017

মোস্তফা কামাল- শ্যামনগর ঃ  সরকারি করণে সাতক্ষীরার শ্যামনগরের ঐতিহ্যবাহী নকিপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নামে “ডিড অফ গিফট্” দলিল সম্পাদিত হয়েছে। স্থানীয় সংসদ সদস্য এস,এম জগলুল হায়দার ঐকান্তিক প্রচেষ্টায় স্বপ্ন পূরণের চুড়ান্ত ধাপের দিকে অগ্রসর হচ্ছে। গত ২২মে ২০১৭তারিখে শিা মন্ত্রণালয়ের নির্দেশে বিদ্যালয়ের সকল স্থাবর ও অস্থাবর সম্পত্তি যার আনুমানিক মূল্য সাড়ে ১৬ কোটি টাকা (দলিলে উল্লেখিত)। সরকারের পে  জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে উক্ত দলিল গ্রহণ করেন শ্যামনগর সহকারী কমিশনার (ভূমি) শেখ আব্দুল্যাহ সা‘দীদ।এখন শুধুই “জি,ও”র অপো। এ দিকে গত ২৩ মে এ উপলক্ষ্যে নকিপুর এইস,সি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক,ম্যানেজিং কমিটি,অভিভাবক,শিক্ষার্থীসহ সর্বস্তরের জনসাধারণ স্বতস্ফুর্ত অংশ গ্রহণে প্রধানমন্ত্রি শেখ হাসিনা ও সংসদ সদস্য এস,এম জগলুল হায়দার কে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।