প্রেস বিজ্ঞপ্তি : বিকল্প ব্যবস্থা গ্রহণ ছাড়া ব্যাটারি ও ইঞ্জিনচালিত মোটর ভ্যান, নসিমন , করিমন, আলমসাধু আটকের অভিযানের প্রতিবাদ, ভূমিহীন ও মৎস্যজীবীদের মধ্যে সরকারি খাস জমি ও জলমহল ইজারা প্রদান, সাতক্ষীরা মেডিকেল কলেজের সামনে শিক্ষার পরিবেশ বিঘœকারি বাইপাস সড়কের সংযোগ ও পশ্চিম পাশে ট্রাক টার্মিনাল বন্ধসহ ১০দফা দাবি বাস্তবায়নের জন্য আজ বিকাল ৫টায় সাতক্ষীরা তালা-কলারোয়া ১ আসনের মাননীয় সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ এর বাসভবনে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপির অনুলিপি কপি জেলা নাগরিক কমিটির পক্ষ থেকে প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা নাগরিক কমিটির আহবায়ক মোঃ আনিসুর রহিম, সদস্য সচিব এড. আবুল কালাম আজাদ, যুগ্ম সদস্য সচিব আলী নুর খান বাবুল, সদস্য এড. ফাহিমুল হক কিসলু, আনোয়ার জাহিদ তপন, শুধাংশু শেখর সরকার, নিত্যানন্দ সরকার প্রমুখ। গত ১৫ মে থেকে প্রশাসনের উদ্যোগে ব্যাটারি ও ইঞ্জিনচালিত ভ্যানসহ বিভিন্ন ধরনের যানবাহন আটক করে তাদের রুটি রুজির পথ বন্ধ করে দিয়েছে। কর্মহীন হয়ে তারা মানবেতর জীবন যাপন করছে। এ ছাড়া স্কুল কলেজের শিক্ষার্থী, শিক্ষকসহ সকলকে আগের ভাড়ার তুলনায় তিনগুন খরচ করে পায়ে চালিত ভ্যান, ইজিবাইক বা ইজিবাইকে করে গন্তব্যস্থলে পৌঁছাতে হচ্ছে। অনেক সময় শহরের প্রত্যন্ত অঞ্চলে ওইসব যানবাহন যেতে অপারগতা প্রকাশ করায় সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। তাই ব্যাটারি চালিত ভ্যান, ইঞ্জিন চালিত ভ্যান, নসিমন, করিমনসহ বিভিন্ন যানবাহন চলাচলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আগে বিকল্প যানবাহন ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। গত এক সপ্তাহে পুলিশের অভিযানে আটককৃত ওইসব যানবাহন তাদের প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিতে হবে। এ ছাড়া পৌরসভার বাইরে ওইসব যানবাহন চলাচলের উপর কোন নিষেধাজ্ঞা না রাখার আহবান জানান বক্তারা। তবে যানবাহন ধরার পর ছেড়ে দেওয়ার জন্য পুলিশের ব্যাপক অর্থ বানিজ্যের অভিযোগ করা হয়। বিদ্যুতের তীব্র লোডশেডিং এর প্রতিকারের আবেদন জানান বক্তারা।