ফিচার

সাতক্ষীরায় কমছে না করোনা শনাক্তের হার, র‍্যাপিড টেস্ট চালুর দাবি

By Daily Satkhira

June 07, 2021

অনলাইন ডেস্ক : সাতক্ষীরা শহরের ইটেগাছা এলাকার বাসিন্দা ভ্যানচালক মফিউদ্দিন (৬২)। তাঁর চুল–দাড়ি সাদা হয়ে গেছে। দুপুরে একজন যাত্রী নিয়ে দাঁড়ালেন বাজার মোড়ে। বড় বড় নিশ্বাস ফেলছেন। ভালোমন্দ জিজ্ঞাসা করতেই মফিউদ্দিন বললেন, ‘ভালো থাকি কেমন করে? স্বামী-স্ত্রী নিয়ে পাঁচজনের সংসার। ভ্যানের ওপর সব। ভ্যান চালাতে পারলে দিন যায়, না চালাতে পারলে অর্ধাহারে থাকতে হয়।’ করোনার শুরু থেকে ভালো যাচ্ছে না তাঁদের সংসার। তারপর নতুন করে লকডাউনে প্রচণ্ড কষ্টে আছেন। পুলিশ ভ্যান চালাতে দিচ্ছে না। রাস্তায় রাস্তায় ব্যারিকেড দিয়ে রেখেছে।

সাতক্ষীরায় গরিব মানুষের জীবিকা ও দিনাতিপাতের এই যখন চিত্র, উল্টা দিকে জেলায় করোনা পরিস্থিতির উন্নতি হচ্ছে না। গত রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত শেষ ২৪ ঘণ্টায় ৯৪ জনের নমুনা পরীক্ষা করে ৫০ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫৩ দশমিক ১৯ শতাংশ। এর আগের ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে ৮৯ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ৪৭ দশমিক ৩৪ শতাংশ। তার আগের ২৪ ঘণ্টায়ও ৯৪টি নমুনা পরীক্ষা করে ৫০ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। সেদিনও শনাক্তের হার ছিল ৫৩ দশমিক ১৯ শতাংশ। জেলায় করোনা সংক্রমিত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করার জন্য নাগরিক সমাজ র‍্যাপিড টেস্ট পদ্ধতিতে বেশি সংখ্যায় করোনা পরীক্ষার জোর দাবি জানিয়েছে।

সাতক্ষীরা সিভিল সার্জনের কার্যালয় সূত্র জানায়, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ১২০ শয্যার করোনা ইউনিট রয়েছে; পাশাপাশি রয়েছে আট শয্যার নিবিড় পরিচর্যা কেন্দ্রে (​আইসিইউ) এবং আট শয্যার হাই ডিপেনডেন্সি ইউনিটে (​এইচডিইউ), কেন্দ্রীয় অক্সিজেন ব্যবস্থা, প্রয়োজনীয় হাই ফ্লো নাজাল ক্যানুলা (এইচএফএনসি)। একইভাবে সাতক্ষীরা সদর হাসপাতালে রয়েছে ৪০ শয্যার করোনা ইউনিট। কেন্দ্রীয় অক্সিজেন ব্যবস্থা চালুর কাজ চলছে। বড় ২৮টি ও ছোট ৭৪টি সিলিন্ডার রয়েছে। অক্সিজেন সরবরাহ করা হচ্ছে রোগীদের পাইপ সিস্টেমের মাধ্যমে। তবে কোনো হাই ফ্লো নাজাল ক্যানুলা নেই। নেই ভেন্টিলেশন ব্যবস্থা।

সরেজমিনে দুপুর সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের দ্বিতীয় তলার করোনা ইউনিটে দেখা যায়, নার্স ও চিকিৎসকেরা রোগীদের চিকিৎসা দিচ্ছেন। করোনা ইউনিটের পুরুষ ওয়ার্ডে বসে বসে কান্নাকাটি করছেন কলারোয়া উপজেলার রায়টা গ্রামের পারভিন খাতুন। তাঁর স্বামী কামাল হোসেন (৩৫) করোনায় আক্রান্ত হয়ে গত বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হয়েছেন। পারভিন খাতুন বলেন, চিকিৎসক ও নার্স তাঁদের দেখে যাচ্ছেন। চিকিৎসক জানিয়েছেন, তাঁর স্বামীর অক্সিজেন কমে যাচ্ছে। তাঁকে আইসিইউতে নিতে হবে। কিন্তু সেখানে শয্যা খালি নেই।

একই ওয়ার্ডে একই উপজেলার গোপীনাথপুর এলাকার শামছুর রহমান (৪২) ভর্তি রয়েছেন। তিনি বৃহস্পতিবার ভর্তি হয়েছেন এখানে। তাঁর স্ত্রী পম্পা খাতুন বলেন, তাঁর স্বামীর অবস্থা আগের চেয়ে অনেকটা ভালো। চিকিৎসক ও নার্স সবাই আন্তরিকতার সঙ্গে চিকিৎসা দিচ্ছেন।

অপর দিকে, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে দুপুরে সরেজমিনে কথা হয় এক রোগীর বাবা আলাউদ্দিন মোড়লের সঙ্গে। তাঁর ছেলে ইমরান মোড়ল হাসপাতালে ভর্তি আছেন সাত দিন। আগের চেয়ে ছেলের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে জানিয়ে আলাউদ্দিন মোড়ল বলেন, চিকিৎসক ও নার্সরা তাঁদের সঙ্গে ভালো ব্যবহারের পাশাপাশি চিকিৎসাও দিচ্ছেন আন্তরিকতার সঙ্গে।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক কুদরত-ই-খোদা বলেন, পরিস্থিতি একই রকম রয়েছে। এই হাসপাতালে গতকাল রোগী ছিলেন ৯৭ জন। আজ রোগী রয়েছেন ৯৮ জন। ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ৩৬ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৫ জন।

সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ফয়সাল আহমেদ পরিস্থিতি উন্নতির দিকে উল্লেখ করে বলেন, শনিবার ও গতকাল রোগী ছিলেন ৪৬ জন, সুস্থ হয়ে বাড়ি গেছেন ৮ জন। নতুন রোগী কেউ ভর্তি না হওয়ায় এখন রোগী রয়েছেন ৩৮ জন।

সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকার বলেন, করোনা পরীক্ষা বেশি বেশি না করলে সাতক্ষীরার অবস্থা আরও ভয়াবহ হতে পারে। তিনি বলেন, দ্রুত রোগী শনাক্ত করে কোয়ারেন্টিন-আইসোলেশন করতে হবে। প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‍্যাপিড টেস্টের ওপর জোর দেওয়া উচিত। একই কথা বলেন সাতক্ষীরা-১ আসনের সাংসদ মুস্তফা লুৎফুল্লাহ। তিনি বলেন, র‌্যাপিড টেস্ট করলে ৩০ মিনিটের মধ্যে ফল পাওয়া যায়। মানুষ সচেতন হতে পারে। গতকাল কলারোয়া উপজেলায় র‌্যাপিড টেস্ট কার্যক্রম উদ্বোধন করেছেন।

সাতক্ষীরার সিভিল সার্জন হুসাইন সাফায়াত বলেন, পরিস্থিতি অনেকটা স্থিতিশীল। মেডিকেল কলেজ হাসপাতাল ও সাতক্ষীরা সদর হাসপাতালে আজ সকালে রোগীর সংখ্যা ছিল ১৩৬। গতকাল সকালে এ সংখ্যা ছিল ১৪৩।

র‌্যাপিড টেস্টের ব্যাপারে সিভিল সার্জন বলেন, আগেই শ্যামনগর উপজেলায় র‍্যাপিড টেস্ট চালু করা হয়েছে। গতকাল কলারোয়ায় করা হয়েছে। দু–এক দিনের মধ্যে দেবহাটা ও কালীগঞ্জে র‍্যাপিড পরীক্ষা চালু করা হবে। ভারতের সঙ্গে সীমানা রয়েছ