ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরায় করোনা শনাক্তের হার উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। আজ সোমবার একদিনের পরীক্ষায় রেকর্ড ১০৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
সাতক্ষীরা মেডিকেল কলেজের আরটিপিসিআর ল্যাবে ১৮৭ জনের নমুনা পরীক্ষা করে এই ১০৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫৫ শতাংশেরও বেশি।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য পওয়া গেছে। উল্লেখ্য, বাংলাদেশের ভারতীয় সীমান্তবর্তী সাতক্ষীরায় হঠাৎ করে করোনা সংক্রমণের হার আশংকাজনকভাবে বেড়ে যাওয়ায় গত ৫ জুন থেকে জেলায় সর্বাত্মক লকডাউন চলছে।