সাতক্ষীরা

মারপিটের মামলার আসামীদের বাড়ি চিনিয়ে দেওয়ায় ৪ জনকে পিটিয়ে জখমের

By daily satkhira

June 08, 2021

নিজস্ব প্রতিনিধি :  পুলিশকে মারপিটের মামলার আসামীদের বাড়ি চিনিয়ে দেওয়ায় একই পরিবারের ৪ জনকে পিটিয়ে জখমের ঘটনা ঘটেছে। এঘটনায় ভুক্তভোগি পরিবারের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সুত্রে জানা গেছে, গত ০৪ জুন বিকাল ৫টার দিকে সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের মির্জাপুর গ্রামের লোকমান সরদারের পুত্র ইসরাইল, শাহাজান আলী সরদারের পুত্র মেহেদী হাসান, আব্দুর রহমানের পুত্র মৈজদ্দী হোসেন, আব্দুল ওহাবের পুত্র রায়হান গং একটি ছেলেকে একই এলাকার আজিজুল ইসলামের বাড়ির সামনে মারপিট করছিল। এসময় স্থানীয়রা তাদের হাত থেকে ছেলেটিকে উদ্ধার করে। পরে পুলিশ উল্লেখিত হামলাকারীদের খোজে ঘটনাস্থলে এসে আজিজুল ইসলামের কাছে জানতে চান। আজিজুল ইসলাম পুলিশকে বিস্তারিত জানান এবং আসামীদের বাড়ির ঠিকানা প্রদান করেন। পুলিশে চলে যাওয়ার পর আসামীদের বাড়ির ঠিকানা দেওয়ার অপরাধে উল্লেখিত আসামীরা আজিজুল ইসলামের বাড়িতে প্রবেশ করে তাকে বেধড়ক মারপিট করে গুরুতর আহত করে। এসময় তাকে উদ্ধার করতে পিতা মুক্তার আরী, স্ত্রী সেলিনা খাতুন, বোন পারুল খাতুন ও মাতা রাশিদা খাতুন এগিয়ে আসলে তাদের ও মারপিট করে গুরুতর আহত করে। এবং আজিজুলের স্ত্রীর শ্লীলতাহানি ঘটনায়। এছাড়া তার ঘরের মধ্যে প্রবেশ করে আসবাবপত্র ভাংচুর করে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করে। এঘটনায় প্রতিকার চেয়ে ভুক্তভোগী আজিজুল ইসলাম উক্ত হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন।