সাতক্ষীরা

সৌদি আরবে মাদক নিয়ন্ত্রণে সুনাম কুড়িয়েছেন সাতক্ষীরার ছেলে মাসুদ

By daily satkhira

June 09, 2021

অনলাইন ডেস্ক :  সৌদি আরবে মাদক নিয়ন্ত্রণে সুনাম কুড়িয়েছেন সাতক্ষীরার ছেলে মাসুদ রানা। তিনি সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী ইউনিয়নের ভাদড়া গ্রামের আক্তারুজ্জামানের পুত্র। তিনি বর্তমানে সৌদি আরবের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় দাম্মাম হেডকোয়াটারে নিযুক্ত আছেন।

তিনি দীর্ঘ ১১ বছর সফলতার সাথে করেছেন। কেপ্টেন এর উপস্থিতি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ও পাকিস্তানি মাদক চোরাকারবারিদের একাই দাম্মাম,খোবার,জুবায়েল সব জেলা সফল অভিযান চালিয়ে মাদক এর বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছেন। সর্ব শেষ ২ টা অভিযানে বিপুল পরিমাণ আইস ক্রিসটাল ম্যাথ, হিরোয়িন,আফিম জব্দ করেন তিনি।

আইন অনুযায়ী চোরাকারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয় এবং কোট সকল তথ্য ও প্রমান এর ভিত্তি তে তাদের সাজা প্রদান করেন। তিনি সাতক্ষীরার সন্তান হয়েও সৌদি আরবে মাদক এর বিরুদ্ধে সৌদি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আফস হীন ভাবে, মাদক এর বিরুদ্ধে যুদ্ধ করে সুনাম অর্জন করেছেন। তিনি সাতক্ষীরাবাসীসহ সকলের কাছে দোয়া চেয়েছেন।