কালিগঞ্জ

কালিগঞ্জে বিজ্ঞান সম্মত গাভী পালন প্রশিক্ষণ ও প্রযুক্তি হস্তান্তর

By Daily Satkhira

May 24, 2017

এসএম, আহম্মাদ উল্যাহ বাচ্ছু : কালিগঞ্জে আধুনিক ও বিজ্ঞান সম্মত গাভী পালনের প্রশিক্ষণ ও প্রযুক্তি হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় প্রাণী সম্পদ অধিদপ্তরের আয়োজনে উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওয়তায় তিনদিন ব্যাপি প্রাণী সম্পদ উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জমান। প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মনোজিৎ কুমার মন্ডলের সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু‘র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, তথ্য ও সংস্কৃতিক সম্পাদক এসএম আহম্মাদ উল্যাহ বাচ্ছু, নির্বাহী সদস্য শেখ আবু হাবিব, শেখ মোদাচ্ছের হোসেন জান্টু প্রমুখ। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সমরেশ চন্দ্র দাশ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মনোজিৎ কুমার মন্ডল ও প্রাণী সম্পদ ভেটোনারী কর্মকর্তা প্রকাশ বিশ্বাস। পরে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় উন্নয়ন প্রকল্প ও প্রাণিসম্পদ অধিদপ্তর বাংলাদেশের অর্থায়নে মুরগী, বাছুরের ঘর, মশারী, বালতী, গো-খাদ্য ঔষধসহ ২২জনকে উপকরণ প্রদান করা হয়।