কলারোয়া

সংক্রমণ বাড়ায় সাতক্ষীরাসহ সীমান্তবর্তী এলাকায় ইউপি নির্বাচন স্থগিত হচ্ছে

By Daily Satkhira

June 10, 2021

অনলাইন ডেস্ক : করোনার সংক্রমণ বাড়ায় সাতক্ষীরার তালা-কলারোয়ার ২১ টি ইউনিয়ন পরিষদসহ দেশের সীমান্তবর্তী অনেক এলাকায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন স্থগিত হতে যাচ্ছে।

এ বিষয়ে বৃহস্পতিবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা ব্রিফ করবেন।

বৃহস্পতিবার নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ২ জুন স্থগিত থাকা প্রথম ধাপের ৩৭১টি ইউনিয়ন পরিষদে (ইউপি) আগামী ২১ জুন ভোটের দিন রেখে তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

এ ছাড়া ১১টি পৌরসভা ও লক্ষ্মীপুর-২ আসনে উপনির্বাচনও একই দিনে অনুষ্ঠিত হবে বলেও ওইদিন জানিয়েছিলেন ইসি সচিব।

এর আগে ১১ এপ্রিল এসব নির্বাচনের ভোটগ্রহণের তারিখ নির্ধারণ ছিল। করোনা সংক্রমণ বাড়ায় গত ১ এপ্রিল থেকে সব ধরনের নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।