খেলা

ভেনেজুয়েলাকে ৩-০ গোলে উড়িয়ে কোপায় ব্রাজিলের উড়ন্ত সূচনা

By Daily Satkhira

June 14, 2021

খেলার খবর : বিশ্বকাপের বাছাইয়ের মতো কোপা আমেরিকার মঞ্চেও দারুণ ছন্দে দেখা গেল ব্রাজিল সুপারস্টার নেইমারকে। নিজে গোল করেছেন। সঙ্গে সতীর্থদের দিয়ে করিয়েছেন দুই গোল। নেইমারময় ম্যাচটিতে ভেনেজুয়েলার বিপক্ষে জয় দিয়ে কোপা আমেরিকায় উড়ন্ত সূচনা করল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

বাংলাদেশ সময় সোমবার ভোর ৩টায় অনুষ্ঠিত কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে ভেনেজুয়েলাকে ৩-০ গোলে হারিয়েছে ব্রাজিল। দলের পক্ষে গোল করেছেন নেইমার, মার্কিনিয়োস ও গ্যাব্রিয়েল বারবোসা।

ব্রাসিলিয়ার মানে গারিঞ্চায় পুরো ম্যাচে আধিপত্য রেখেছে সেলেসাওরা। করোনার কারণে ভেনেজুয়েলার মূল দলের নয়জন খেলোয়াড়ই ছিলেন না। দুর্বল দল নিয়ে শক্তিশালী ব্রাজিলের সঙ্গে পেরে ওঠেনি দলটি। ম্যাচের ৬২ শতাংশ সময় বল দখলে রাখা ব্রাজিল শট নিয়েছে ১৮বার। যার মধ্যে সাতটিই ছিল অনটার্গেট শট। বিপরীতে ভেনেজুয়েলা নিয়েছে কেবল তিনটি শট, যার মধ্যে লক্ষ্যে যাওয়ার মতো ছিল কেবল একটি।

এদিন ম্যাচের ২৩তম মিনিটে এগিয়ে যায় ব্রাজিল। নেইমারের কর্নার থেকে গোল লাইনের সামনে বল পেয়ে যান মার্কিনিয়োস। এরপর প্রতিপক্ষের ডিফেন্ডারদের বাধা এড়িয়ে ঠিকানা খুঁজে নেন তিনি। দুই মিনিট পর আবার বল পাঠান রিশার্লিশন। কিন্তু, তিনি অফসাইডে থাকায় বেঁচে যায় ভেনেজুয়েলা।

নেইমার গোল পান বিরতির পর। ৬৪ মিনিটে দানিলোকে ইয়োহান কুমানা ফাউল করায় পেনাল্টি পেয়েছিল ব্রাজিল। পেনাল্টি থেকে সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। আন্তর্জাতিক ফুটবলে এই নিয়ে টানা তিন ম্যাচে গোল করলেন নেইমার।

শেষ দিকে স্কোর লাইন ৩-০ করেন বারবোসা। তবে এই গোলেও অবদান ছিল নেইমারের।

৮৩তম মিনিটে দারুণ ড্রিবলিংয়ে বল পায়ে ডি-বক্সে ঢুকে পড়েন এই পিএসজি তারকা। কাছের পোস্ট দিয়ে শটও নেন, কিন্তু এক জনের পায়ে লেগে একটুর জন্য বাইরে দিয়ে যায় বল। প্রতিপক্ষের ডি-বক্সে ঢুকে বাইলাইন থেকে কাটব্যাক করেন নেইমার। সেখান থেকে বুক দিয়ে বল জালে পাঠান বারবোসা। ফলের জয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়ে তিতের দল।