ফিচার

সাতক্ষীরায় করোনা আক্রান্ত হয়ে ২৪ ঘন্টায় ৩ জনের মৃত্যু

By Daily Satkhira

June 15, 2021

আসাদুজ্জামান : সাতক্ষীরার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে তিন জনের মৃত্যু হয়েছে। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এনিয়ে, জেলায় আজ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৫৫ জন। এছাড়া গত ২৪ ঘন্টায় ১৮৬ জনের নমুনা পরীক্ষা শেষে ৯১ জন করোনা শনাক্ত হয়েছেন। যার আনুপাতিক হার প্রায় ৪৯ শতাংশ। এনিয়ে জেলায় আজ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন মোট ২ হাজার ৫১১ জন। করোনা আক্রান্তে মৃতরা হলেন, কলারোয়া উপজেলার তুলসিডাঙ্গা এলাকার কামরুল ইসলাম (৫৩), একই উপজেলার শাহপুর গ্রামের ফিরোজা বেগম (৬৫) ও সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা এলাকার নুরজাহান বেগম (৩৫)। এদিকে, জেলা প্রশাসনের ঘোষিত দ্বিতীয় দফা ঘোষিত লকডাউনের ৪র্থ দিনে রাস্তাঘাটে লোকজনের চলাচল অনেকটা স্বাভাবিক। মানুষ যেন কিছুতেই মানতে চাচ্ছেননা স্বাস্থ্যবিধি। হাটবাজার গুলোতে মানুষের ভিড় লক্ষনীয়। তবে, শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ চেকপোস্ট বসিয়ে যানবাহন ও মানুষ চলাচল নিয়ন্ত্রণ করছে। দোকানপাট অধিকাংশ বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে গণপরিবহন। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের প্রধান ডা. মানস কুমার মন্ডল জানান, বর্তমানে মেডিকেলে করোনা উপসর্গ নিয়ে ১২৪ জন ও আক্রান্ত হয়ে আরো ২২ জন চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিনজন মারা গেছেন। সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শেখ ফয়সল আহমেদ জানান, সাতক্ষীরা সদর হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২৫ জন ও উপসর্গ নিয়ে ১১ জন চিকিৎসাধীন রয়েছেন। সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত জানান, মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে করোনা চিকিৎসার জন্য দেড়’শ বেড রয়েছে। খুব দ্রুত আরো ৫০ টি বাড়ানো হবে। এছাড়া সদর হাসপাতালে নতুন করে আর কোন করোনা রুগী ভর্তি করা হবেনা। যারা বর্তমানে ভর্তি রয়েছে তাদের চিকিৎসা সেবা শেষ হলে ছেড়ে দেয়া হবে। তিনি এ সময় জেলা বাসীর কাছে সরকারে দেয়া স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।