সেলিম হায়দার : তালায় হাইড্রোকেফালাস রোগে আক্রান্ত হাসান বাবুর চিকিৎসার জন্য তার পরিবারের কাছে মধুমতি ব্যাংক’র সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় প্রদত্ত অনুদানের ১ লাখ টাকার চেক হস্তান্তর করেছে।
তালা প্রেসক্লাবে মঙ্গলবার সকালে প্রেসক্লাবের আহ্বায়ক প্রভাষক প্রণব ঘোষ বাবলুর সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফরিদ হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান হাফিজুর রহমান, মধুমতি ব্যাংকের খুলনা শাখার ম্যানেজার কাইয়ুম জামান, সাংবাদিক মনিরুল ইসলাম মনি। এসময় উপস্থিত ছিলেন তালা প্রেসক্লাবের উপদেষ্টা এম. এ হাকিম, তালা প্রেসক্লাবের সদস্য সচিব আব্দুল জব্বার, যুগ্ন-আহ্বায়ক এম. এ ফয়সাল, গাজী জাহিদুর রহমান, সরদার মশিয়ার রহমান, প্রেসক্লাবের সদস্য নজরুল ইসলাম, তপন চক্রবতী, সেলিম হায়দার, জিএম খলিলুর রহমান লিথু, ইলিয়াস হোসেন, শফিকুল ইসলাম শফি, কাজী আরিফুল হক ভুলু, রোকনুজ্জামান টিপু, আকবর হোসেন, আজমল হোসেন জুয়েল প্রমুখ। উল্লেখ্য, তালা উপজেলা লাউতাড়া গ্রামের রজব আলীর মেয়ে শারমিন আক্তারের পুত্র হাসান বাবুর (২০মাস) হাইড্রোকেফালাস রোগে আক্রান্ত হয়। বর্তমানে ঢাকা নিউরো সায়েন্সেস হাসপাতালে’র সার্জারী বিভাগের ডাক্তার একরামুল ইসলামের এ কাছে চিকিৎসাধীন রয়েছে। একাধিক জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় শিশুটির রোগের খবর প্রকাশিত হয়। উক্ত খবরটি মধুমতি ব্যাংকের ব্যবস্থপনা পরিচালক ব্যারেষ্টার ফজলে নুর তাপস, এমপির দৃষ্টিগোচর হলে তিনি ছেলেটির চিকিৎসার জন্য মধুমতি ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় ১লাখ টাকার অনুদান দেয়ার ঘোষনা দেন। তার ফলশ্রুতিতে মঙ্গলবার সকালে তালা প্রেসক্লাবের ব্যবস্থাপনায় উক্ত চেক শিশু হাসান বাবুর মা শারমিন আক্তার’র হাতে হস্তান্তর করা হয় ।