আশাশুনি

আশাশুনিতে মোবাইল কোর্টে ২৫০০ টাকা জরিমানা আদায়

By daily satkhira

June 19, 2021

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে মরণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় না রাখা ও মুখে মাস্ক না পরার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে তিনটি মামলায় তিন জনকে সর্বমোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৫ টায় বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এর নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।

মোবাইল কোর্ট পরিচালনাকালে স্বাস্থ্য বিধি অমান্য করে মাস্ক ব্যবহার না করার অপরাধে গোয়ালডাঙ্গা বাজারের কেরামত আলী গাজীর ছেলে মনিরুল গাজীকে ৫০০ টাকা, আতিয়ার রহমানের ছেলে খায়রুল ইসলামকে ১০০০ টাকা, তেঁতুলিয়া বাজারের আমজাদ সরদারের ছেলে আলাউদ্দীন সরদারকে ১০০০ টাকা জরিমানা আদায় করা হয়। এসময় স্বাস্থ্য বিধি অমান্য না করার জন্য জনসাধারণকে সচেনতন করেন। মোবাইল কোর্ট পরিচালনার সময় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য ও অফিস সহকারি মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।