সাতক্ষীরা

সাতক্ষীরায় মুজিববর্ষ উপলক্ষে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গাছের চারা বিতরণ

By daily satkhira

June 22, 2021

সাতক্ষীরায় মুজিববর্ষ উপলক্ষে ২৯২২টি গাছে চারা বিতরণ করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। জেলা কমান্ড্যান্ট এর কার্যালয়ের সবুজ চত্বরে মঙ্গলবার দুপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম বিপি ওএসপি এনডিসি পিএসসি এর সার্বিক তত্ত্বাবধানে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সাতক্ষীরার এর উদ্যোগে অত্র জেলাধীন সাতটি উপজেলা ১৪৬১টি গ্রাম ২টি করে মোট২৯২২ টি গাছ চারা উপজেলায় পর্যায়ের সদস্যদের হাতে ১৪৬১ফলজ ও ১৪৬১ভেষজ গাছের চারা তুলে দেন জেলা কমান্ড্যান্ট মোরশেদা খানম ।

এসময় আনসারের সরকার ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষে গ্রাম পর্যায়ে আনসার ও ভিডিপির কমান্ডার, দলনেতা ও অন্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

সাতক্ষীরা জেলা আনসার কমান্ড্যান্ট মুর্শিদা খানম বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী মুজিববর্ষ উপলক্ষে আনসার ভিডিপির মহাপরিচালকের নির্দেশক্রমে আমরা আমাদের সদস্যদের মাধ্যমে সাতটি উপজেলা পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছি। প্রেস বিজ্ঞপ্তি