সাতক্ষীরা

সাতক্ষীরায় আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

By daily satkhira

June 23, 2021

নিজস্ব প্রতিনিধি : আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান হয়েছে। সাতক্ষীরা সদর উপজেলা অডিটোরিয়ামে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হক।

প্রধান বক্তা ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো: নজরুল ইসলাম। মোবাইলের মাধ্যমে শুভেচ্ছা জানান আওয়ামীলীগের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য ডা আ.ফ.ম রুহুল হক এমপি। বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু আহম্মেদ, শেখ সাহিদ উদ্দীন, সাহানা মহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক সম্পাদক ফিরোজ কামাল শুভ্র, আসাদুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, শিক্ষা ও মানব সম্পাদক বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেজুতি, আওমীলীগ নেতা এস এম শওকত হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিত সাধু, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহুরুল হক নান্টু, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী, জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান, সাধারণ সম্পাদক সুমন হোসেন, জেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুর ম্যুরালে মাল্য দান করেন আওয়ামীলীগের নেতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাও: শেখ ফিরোজ আহমেদ।