কালিগঞ্জ

কালিগঞ্জ পাইলট স্কুল সরকারিকরণ দলিল সম্পাদিত হওয়ায় আনন্দ মিছিল

By Daily Satkhira

May 24, 2017

এসএম, আহম্মাদ উল্যাহ বাচ্চু : কালিগঞ্জ বাসীর দীর্ঘদিনের প্রাণের দাবী উপজেলা সদরের পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় সরকারি করণে (ডিড্ অফ গিফট) দানপত্র দলিল সম্পাদিত হওয়ায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক. অভিভাবক ও এলাকাবাসীর অংশ গ্রহণে আনন্দ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতিতে শতবছরোর্ধ মডেল বিদ্যালয় সরকারি করণে সকল কার্যত্রম দ্রুতগতিতে এগিয়ে চলেছে। সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান প্রধানমন্ত্রী কে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। এসময় বক্তারা বলেন জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা শিক্ষা ব্যবস্থাকে ডিজিটাল মানের করতে সব ধরণের কার্যক্রম হাতে নিয়েছেন। তিনি বছরের শুরুতে ছাত্র ছাত্রীদের হাতে নতুন বই তুলে দিচ্ছে। এই সরকারের আমলে সকল ক্ষেত্রে উন্ননের ছোয়া লেগেছে। আওয়ামীগ সরকার চাইলে সব কিছু করতে পারে। বিগত দিনে যারা ক্ষমতায় ছিল তারা কখনো শিক্ষা ব্যবস্থাকে নিয়ে কখনো মাথা ঘামাইনি, শিক্ষা ক্ষেত্রে কোন উন্নয়নের ছোয়া লাগেনি তাদের আমলে। তথ্য প্রযুক্তির মাধ্যমে শিশুদের মাল্টিমিডিয়া ক্লাসের ব্যবস্থা করেছে শুধুমাত্র এই সরকার।  প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর মিছিলে অংশ গ্রহন করে প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সংস্কৃতিক সম্পাদক এসএম আহম্মাদ উল্যাহ বাচ্ছু, নির্বাহী সদস্য আবু হাবিব, ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সজল মুখার্জী, দক্ষিণশ্রীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোবিন্দ মন্ডল, কৃষ্ণনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কবিরুজ্জামান মন্টু, সংসদ সদস্যের ফেসবুক অপারেটর ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জাহিদ হাসান প্রমুখ। ইবিমধ্যে বিদ্যালয়টি সরকারি করণে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সচিব গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে রেজিষ্ট্রি দানপত্র দলিল কালিগঞ্জ সাব-রেজিষ্ট্রার আবু হানিফের মাধ্যমে সম্পাদন করেছেন ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান, সদস্য সচিব ও প্রধান শিক্ষক অজেদ আলী, সদস্য শেখ আকরাম হোসেন, জিএম আতিয়ার রহমান, শেখ সজীব আহম্মেদ, শেখ নাজমুল ইসলাম, আওছাফুর রহমান, এটিএম শরিফুল আজাদ, শিরিনা সুলতানা ও তানজিনা পারভীন। বিদ্যালয়ের সকল স্থাবর অস্থাবর সম্পদ গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিকট হস্তান্তর করা হয়েছে।