রাজনীতি

শিবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

By Daily Satkhira

May 24, 2017

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা সদরে ৫নং শিবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল ২০১৭ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকলে আবাদের হাট বাজার প্রাঙ্গনে ৫নং শিবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে ত্রি-বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, ‘শেখ হাসিনার সরকার ক্ষমতায় এসে শাসকের ভূমিকায় নয় সেবক হিসেবে কাজ করছে। সেজন্যই জনগণের জীবনের মানোন্নয়ন ও ভাগ্যের উন্নতি হচ্ছে। আওয়ামীলীগকে নিশ্চিহ্ন করার জন্য অতীতে অনেকেই ষড়যন্ত্র চক্রান্ত করেছিল। কিন্তু জনগণের শক্তিতে বলিয়ান আওয়ামী লীগকে ধ্বংস করা যায়নি। বরং দিনে দিনে বঙ্গবন্ধুর আদর্শ্যরে সংগঠনটি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে শক্তিশালী হয়ে এগিয়ে গিয়ে মধ্যম আয়ের দেশে পরিনত হচ্ছে। তিনি স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীদের সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড সম্পর্কে ব্যাপকভাবে প্রচারণার নির্দেশ দিয়ে তৃণমূল পর্যায়ে স্বেচ্ছাসেবক লীগকে সুসংগঠিত করে জননেত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে ভূমিকা রাখার উপর গুরুত্বারোপ করেন।’ প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি শেখ মারুফ হাসান মিঠু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন-উর-রশিদ, জেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মীর মাহমুদ হাসান লাকী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী আক্তার হোসেন, জেলা তাঁতীলীগের সভাপতি মীর আজহার আলী শাহিন, জেলা স্বেচ্ছাসেকব লীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী, জেলা যুবলীগের সদস্য মীর মহিতুল আলম, আগরদাঁড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমান হবি, শিবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. শওকত আলী, সদর উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক আকবার হোসেন, মুক্তিযোদ্ধা মো. আনিছুর রহমান, জেলা তরুণ লীগের সহ-সভাপতি মাহাবুবুর রহমান ইমন, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক শাহাদাৎ হোসেন প্রমুখ। উদ্বোধক হিসেবে ত্রি-বার্ষিক কাউন্সিল উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক এ্যাডঃ মো. ফারুক হোসেন। আলোচনা সভা শেষে মো. মুজিবর রহমানকে সভাপতি, ওবায়দুল্লাহ শাহিনকে সাধারণ সম্পাদক ও আবুল কালামকে সাংগঠনিক সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট শিবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ ঘোষণা করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম।