সাতক্ষীরা

সাতক্ষীরায় দৈনিক সবুজ নিশান পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন

By daily satkhira

June 29, 2021

নিজস্ব প্রতিনিধি : “শেকড়ের সন্ধানে, মাটির টানে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে পাঠক নন্দিত পত্রিকা দৈনিক সবুজ নিশান ২৭তম বর্ষে পদার্পণ উপলক্ষে ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুন) বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে সবুজ নিশান পাঠক ফোরাম সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী’র সভাপতিত্বে ও দৈনিক সবুজ নিশান পত্রিকার শ্রেষ্ঠ জেলা প্রতিনিধি মীর মোস্তফা আলী’র সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, সাবেক সাধারণ মো. আব্দুল বারী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল জলিল, নির্বাহী সদস্য সেলিম রেজা মুকুল, দৈনিক ঢাকা টাইমস’র জেলা প্রতিনিধি এম বেলাল হোসাইন, সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক সুপ্রভাত পত্রিকার স্টাফ রিপোর্টার মাহফিজুল ইসলাম আককাজ, দৈনিক নওয়াপাড়া পত্রিকার প্রতিনিধি হাফিজুর রহমান, দৈনিক কাফেলা পত্রিকার স্টাফ রিপোর্টার শেখ কামরুল ইসলাম, দৈনিক সাতক্ষীরা অনলাইন’র সৈয়দ সাদিকুর রহমান প্রমুখ। প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বক্তারা বলেন, “দৈনিক সবুজ নিশান হাটি হাটি পা পা করে সত্য ও নিষ্ঠান সাথে বলিষ্ঠ লেখনীর মাধ্যমে আজ ২৭তম বর্ষে পদার্পণ করেছে। দৈনিক সবুজ নিশান পাঠকের চাহিদা ও পছন্দকে প্রাধান্য দিয়ে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড পাঠকের মাঝে পৌঁছে দিতে আরো বেশি সচেষ্ট হবে। পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, বিজ্ঞানমনস্ক ও দেশপ্রেমিক প্রজন্ম তৈরিতে বলিষ্ঠ ভূমিকা পালন করবে। দৈনিক সবুজ নিশান অতীতের ন্যায় আগামী দিনেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং পেশাদারিত্ব বজায় রেখে দেশ ও দশের উন্নয়নে নিবেদিত থাকবে বলে আমার বিশ্বাস। ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় সবুজ নিশান পত্রিকার সফলতা কামনার পাশা পাশি প্রকাশনার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানায় বক্তারা।” এসময় সাতক্ষীরা প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও জেলার বিভিন্ন প্রিন্ট্র ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।