জাতীয়

চীন ও যুক্তরাষ্ট্র থেকে দ্রুত টিকা আসছে : পররাষ্ট্রমন্ত্রী

By Daily Satkhira

June 30, 2021

বিদেশের খবর : যুক্তরাষ্ট্র ও চীন থেকে দ্রুত টিকা আসছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বুধবার (৩০ জুন) ফরেন সার্ভিস একাডেমিতে ‘ফরেন সার্ভিস ডিবেট ক্লাব’র উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ড. মোমেন বলেন, আগামী ২ ও ৩ জুলাই যুক্তরাষ্ট্র থেকে কোভ্যাক্সের ২৫ লাখ টিকা আসছে। আর খুব শিগগিরই চীন থেকে ২০ লাখ টিকা আসছে।

তিনি বলেন, আমাদের ২৬ কোটি ডোজ টিকা লাগবে। যাই লাগুক না কেন প্রধানমন্ত্রী টিকা আনার অনুমোদন দিয়ে দিয়েছেন। টিকা নিয়ে এখন জটিলতা কেটে গেছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

চীন থেকে কত টাকায় টিকা কেনার চুক্তি হয়েছে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সেটা স্বাস্থ্য মন্ত্রণালয় ভালো বলতে পারবে।

রাশিয়া থেকে কবে টিকা আসবে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি প্রক্রিয়াধীন। এ নিয়ে আলোচনা চলছে।