শ্যামনগর

সুন্দরবনে ২০ কেজি হরিণের মাংসসহ শিকারী আটক

By daily satkhira

July 03, 2021

অনলাইন ডেস্ক :   পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের আওতায় কৈখালী বনস্টেশন অফিসের সদস্যরা গহীন সুন্দরবনে অভিযান চালিয়ে হরিণের মাংসসহ এক শিকারীকে হাতে নাতে আটক করেছেন।

শনিবার রাত সাড়ে ১২টার দিকে কৈখালী বনস্টেশন অফিসার (এসও) মোবারক হোসেনের নেতৃত্বে সুন্দরবনে ধলের খালের মুখ হতে ওই শিকারীকে আটক করে। এসময় ২০ কেজি হরিণের মাংস সহ দা ও টর্চ লাইট উদ্ধার করে বন অফিসের সদস্যরা। আটক শিকারী হলো- শ্যামনগর উপজেলার মরাগাং গ্রামের সুজাউদ্দীন গাজীর ছেলে জব্বার গাজী।

সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম,এ হাসান সত্যতা নিশ্চিত করে বলেন, সুন্দরবনে হরিণ শিকারের খবর গোপনে নিশ্চিত হয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে হরিণের মাংস সহ ওই শিকারীকে হাতে নাতে আটক করা হয়। বন আইনে হরিণের মাংস সহ শিকারীকে আদালতে প্রেরণ করা হয়েছে।