দেবহাটা

দেবহাটায় কেবিএ কলেজ রোভার গ্রুপের  স্যালাইন ও মাস্ক বিতরণ

By daily satkhira

July 03, 2021

দেবহাটা ব্যুরো  : দেবহাটার কেবিএ সরকারি কলেজ রোভার গ্রুপের লকডাউন বাস্তবায়নে স্যালাইন ও মাস্ক বিতরণ করা হয়েছে। পৃথিবী জুড়ে করোনা মহামারী থেকে পরিত্রানের লক্ষ্যে সমগ্র দেশব্যাপী এক সপ্তাহ কড়া  লকডাউনের তৃতীয় দিনে সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার সখিপুর বাজারে ঐতিহ্যবাহি সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজ রোভার গ্রæপ কর্তৃক বিভিন্ন কর্মসূচি পালন করেছে। রোভার গ্রæপ বাজারে স্বাস্থ্যবিধি মেনে অযথা লোকজনের ভীড় যাতে না হয় এবং দ্রæত মানুষ স্থান ত্যাগ করে তার জন্য ছোট ছোট দলে বিভক্ত হয়ে বাজারে প্রদক্ষিণ করে।

 

এ সময়ে তাদের সঙ্গে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতন, রোভার স্কাউটস লিডার আবু তালেব, মেম্বর আকবর আলি, মেম্বর মোকলেছুর রহমান ও আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম। পরবর্তীতে রোভারের উদ্যোগে স্বল্প আয়ের মানুষের মাঝে মাস্ক ও স্যালাইন বিতরণ করা হয়। সিনিয়র রোভার মেট আবদুল কাদের এর নেতৃত্বে রোভার সদস্যদের মধ্যে নাহিদুর রসিদ, আসাদুল ইসলাম, আফসানা পারভীন, মেহেদী হাসান, মোস্তফা শাহরিয়ার  রাহুল, রাসেদ, খায়রুল প্রমুখ।