খেলা

মাহমুদউল্লাহর ব্যাটিং গড় ১৪০

By Daily Satkhira

May 25, 2017

শেষ হলো ত্রিদেশীয় সিরিজ। এই সিরিজে দারুণ একটা রেকর্ড গড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। পুরো টুর্নামেন্টে সর্বোচ্চ ব্যাটিং গড় সাইলেন্ট কিলার খ্যাত রিয়াদের।

৪ ম্যাচের তিন ইনিংসে ব্যাট করেছেন মাহমুদউল্লাহ। দুই ইনিংস ছিলেন অপরাজিত। সেই সুবাদে তিন দলের মধ্যে সেরা ব্যাটিং গড় দখল করে নিলেন এই টাইগার অলরাউন্ডার।

রিয়াদের ধারে কাছেও ভিড়তে পারেনি কেউ। ৬৬.৩৩ গড় নিয়ে দ্বিতীয় স্থানে আছেন তামিম ইকবাল। তিন থেকে পাঁচে আছেন যথাক্রমে রস টেলর, টম ল্যাথাম এবং মুশফিকুর রহিম।

এদিকে কিউই বধের দিনে অন্য এক রেকর্ডে নাম লেখালেন মাহমুদউল্লাহ। পঞ্চম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তিন হাজার রান করার গৌরব অর্জন করেছেন তিনি। এদিন ৩৬ বলে ৬ চার ও ১ ছয়ের সাহায্যে অপরাজিত ৪৬ রান করেন রিয়াদ। কিউইদের বিপক্ষে ৪৬ রানের ঝলমলে ইনিংস খেলার পথে তিন হাজারি ক্লাবে প্রবেশ করেন তিনি।