নিজস্ব প্রতিনিধি : শুকনো সৃষ্টিফুল গাছের ডাল ভেঙে এক দিন মুজুরের মৃত্যু হয়েছে। রোববার বিকেল ৫টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃতের নাম নবাব আলী গাজী (৫৫)। তিনি সাতক্ষীরার দেবহাটা উপজেলার উত্তর পারুলিয়া গ্রামের দূঃখে গাজীর ছেলে।
উত্তর পারুলিয়া চারা বটতলা এলাকার হাসিনা খাতুন জানান, দক্ষিণ পারুলিয়ার কুরমান গাজীর ছেলে ও এক সময়কার বিএনপির দাপুটে নেতা নূর আমিন গাজী তার স্বামী নবাব আলী গাজীকে তার বাড়ির সামনের একটি শুকনো সৃষ্টিফুল গাছ কাটার জন্য বলেন। এ জন্য তাকে ৫০০ টাকা দেওয়ার কথাও বলেন। কিন্তু প্রতিদিন বৃষ্টিতে ভিজে থাকা গাছে উঠতে আপত্তি করলেও নূর আমিন শোনেন নি। একপর্যায়ে রোববার দুপুর ১২টার দিকে একটি শুকনো ডালে দড়ি বেঁধে সৃষ্টিফুল গাছের উপরে তুলে দেওয়ার চেষ্টা করলে ডাল ভেঙে মাটিতে পড়ে যায় নবাব আলী। এতে সে মারাত্মক জখম হলে আশাঙ্কাজনক অবস্থায় তাকে দুপুর একটা ৪০ মিনিটের দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলৈ ৫টার দিকে তার মৃত্যু হয়।
মৃতের ভাই আব্দুল জব্বারের অভিযোগ, রেবাবার দুপুর একটা ৪০ মিনিটে ছোট ভাই নবাব আলীকে সদরে ভর্তি করালেও জরুরী বিভাগের খাতায় এক মাস আগে ভর্তির কথা লেখা হয়।
নূর আমিন জানান, ৫০০ টাকা মুজুরিতে নবাব আলী তার সৃষ্টিফুল গাছ কেটে দেওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়।
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ স্মৃতিভা দাস জানান, নবাব আলীর মাথায়, মেরুদণ্ডে বড় ধরণের আঘাত ছিল। মস্তিস্কের অধিক রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক মিজানুর রহমান জানান, ময়না তদন্ত শেষে নবাব আলীর লাশ তার স্বজনদের হাতে তুলে দেওয়া হবে।#