জাতীয়

১০ দিনে করোনায় ৬১৩ পুলিশ সদস্য আক্রান্ত

By Daily Satkhira

July 04, 2021

দেশের খবর : দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়েই চলছে। আক্রান্তের সঙ্গে পাল্লা বাড়ছে মৃত্যুর সংখ্যা। করোনা যুদ্ধে সম্মুখ সারিতে থাকা পুলিশ সদস্যদের আক্রান্তের সংখ্যাও তাল মিলিয়ে বাড়ছে।

রোববার (৪ জুলাই) পুলিশ সদর দপ্তর সূত্রে এ তথ্য জানা যায়।

পুলিশ সদর দপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১০ দিনে ৬১৩ জন পুলিশ করোনায় আক্রান্ত হয়েছেন। প্রতিদিন গড়ে ৬১.৩ জন করে পুলিশ করোনায় আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত করোনায় বিভিন্ন ইউনিট মিলিয়ে ৯৮ জন পুলিশ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

পুলিশ সদর দফতর জানায়, গত বছর থেকে শুরু হওয়ায় করোনায় এখন পর্যন্ত ২২ হাজার ৩০৮ জন পুলিশ আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে সুস্থ হয়েছেন ২১ হাজার ১৯০ জন। এছাড়া বর্তমানে এক হাজার ২০ জন পুলিশ করোনায় আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে গত বছরের মার্চ থেকে শুরু হওয়ায় করোনা মহামারিতে এখন পর্যন্ত ৯৮ জন পুলিশ মৃত্যুবরণ করেছেন।

এদিকে গত ২৪ জুন পুলিশ সদর দপ্তরের এক তথ্য অনুযায়ী, গত মে মাসে সারা দেশে ২৩১ জন পুলিশ করোনায় আক্রান্ত হয়েছে ছিলেন। কিন্তু জুন মাসের ২৪ তারিখ পর্যন্ত এই সংখ্যা তিন গুণ বেড়ে দাঁড়ায় ৭০৫ জনে।

পরে ২৪ জুন থেকে ৩ জুলাই মাত্র ১০ দিনে করোনায় পুলিশের বিভিন্ন ইউনিটের ৬১৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। এই ১০ দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২১৪ জন পুলিশ।