সাতক্ষীরা

আশাশুনিতে ভূমিহীন নেত্রীর সম্পত্তি অবৈধভাবে দখল চেষ্টার অভিযোগ!

By daily satkhira

July 05, 2021

নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে আদালতে বিচারাধীন থাকা অবস্থায় ভূমিহীন নেত্রীর সম্পত্তি অবৈধভাবে দখল চেষ্টার অভিযোগ উঠেছে। এঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আশাশুনি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, আশাশুনি উপজেলার আমিরুল ইসলামের স্ত্রী আশাশুনি উপজেলা ভূমিহীন সভানেত্রী মারুফা খাতুন আশাশুনি মৌজায় বি এস খং ১৪৩৪, ১৩৫২, এস এ ৬৪৪ নং খং-০১ হাল দাগ ৫৪৬, এস এ দাগ নং ৬৪২, ৯৮, মোট জমির পরিমান ৩৫ শতক সম্পত্তি রেজিষ্ট্রি এবং ডিসিআর মূলে ভোগদখল করে আসছিলেন। উক্ত সম্পত্তি নিয়ে একাধিক মৌজদারী মামলা টি আর ১৫৮/১৮ রায় হয়েছে। টি আর ৩৯/১৯ বিচারাধীন আছে। সাতক্ষীরা যুগ্ম জেলা দায়রা জজ ২নং আদালতে দেওয়ানী ১৬৭/১৯ নং মামলা বিচারাধীন আছে। এরপরও আশাশুনি সদরের বদর উদ্দীনের পুত্র হাশেম ঢালী গং উক্ত সম্পত্তি অবৈধভাবে দখলের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

দখলের উদ্দেশ্যে হাশেম ঢালীর পুত্র মহাসিন ঢালী, হযরত ঢালী, মাজেদা খাতুনগং মারুফা খাতুনের বসতবাড়ির পশ্চিম পাশের্^ সীমানায় পিলার তুলেছে। এছাড়া পাকা পিলার, পুরাতন টিন, নেট বাঁশখুটি ও চটা জমা করেছে। যে কোন সময় উল্লেখিত ব্যক্তিরা মারুফার সম্পত্তি দখল করে ঘর বাড়ি নির্মাণ করতে পারে বলে আশংকা করছেন ভুক্তভোগীরা।

এছাড়া উল্লেখিত হাশেম ঢালী গং উক্ত সম্পত্তি দখলের উদ্দেশ্যে খুন জখমসহ মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির হুমকি ধামকি প্রদর্শন করে যাচ্ছেন বলে অভিযোগ করেছে মারুফা খাতুন। অথচ হামেশ ঢালী পানি উন্নয়ন বোর্ডের সম্পত্তি দখল তিন তলা ভবন নির্মাণ করে বসবাস করে আছেন। ইতোমধ্যে পানি উন্নয়ন বোর্ড ভবন ভেঙে নিতে নোটিশ করেছে। কিন্তু সে নোটিশের কোন তোয়াক্কা না করে বহাল তবিয়তে হাশেম ঢালী। ভুক্তভোগী মারুফা খাতুন আরো জানান, হাশেম ঢালী আশাশুনির বিভিন্ন এলাকার খাস সম্পত্তি জোরপূর্বক অবৈধভাবে ভোগদখল করে যাচ্ছেন।