খেলা

জিম্বাবুয়ের বিরুদ্ধে সাদমান-শান্তর সেঞ্চুরির পর ইনিংস ঘোষণা

By Daily Satkhira

July 10, 2021

খেলার খবর : জিম্বাবুয়ের বিপক্ষে ক্যারিয়ারের পঞ্চম টেস্ট খেলতে নেমেছিলেন সাইফ হাসান। প্রথম ইনিংসে ব্যাট হাতে ব্যর্থ হলেও ডানহাতি এই ওপেনার দ্বিতীয় ইনিংসে ছিলেন খানিকটা সাবলীল। যেখানে ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি তুলে নেয়ার সুযোগও হয়েছিল। তবে হাফ সেঞ্চুরির আগে সাজঘরে ফেরেন সাইফ।

রিচার্ড এনগারাভার বলে ডিয়ন মায়ার্সের হাতে ক্যাচ দিয়ে ছয়টি চারের সাহায্যে ৪৩ রানে আউট হয়েছেন তিনি। যা কিনা সাদা পোশাকের ক্রিকেটে তাঁর ক্যারিয়ার সেরা ইনিংস। এর আগে শ্রীলঙ্কা সফরে ক্যারিয়ার সেরা ৩৪ রানের ইনিংস খেলেছিলেন সাইফ। এদিকে প্রথম ইনিংসে থিতু হয়েও বড় রান করতে পারেনি সাদমান। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে জ্বলে ওঠেছেন তিনি। রয় কাইয়ার বলে স্কয়ার লেগে গ্লান্স করে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন বাঁহাতি এই ওপেনার। ১০১ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন সাদমান। যা কিনা তাঁর ক্যারিয়ারের তৃতীয় হাফ সেঞ্চুরি।

সময় বাড়ার সঙ্গে সঙ্গে উইকেট থেকে সহায়তা পাচ্ছে ব্যাটসম্যানরা। তাতে নিজেদের মেলে ধরতে ভুল করেননি সাদমান ইসলাম ও নাজমুল হোসেন শান্ত। চতুর্থ দিনের প্রথম সেশনে ব্যাট হাতে দাপট দেখিয়েছে বাংলাদেশ। যেখানে ৩২ ওভারে ১২৪ রানে সংগ্রহ করেছে সফরকারীরা।

সেই সময় মাত্র একটি উইকেট হারিয়েছে বাংলাদেশ। ৪৩ রান করা সাইফ হাসা নকে ফিরিয়েছিলেন রিচার্ড এনগারাভা। এদিকে ৭২ রানে অপরাজিত রয়েছেন সাদমান। প্রথম ইনিংসে ব্যর্থ হওয়া শান্ত অপরাজিত ৪৭ রানে। প্রথম সেশন শেষে বাংলাদেশের ৩৬১ রানের লিড।

এদিকে প্রথম ইনিংসে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। মিল্টন শুম্বার বলে অফ সাইডে ঠেলে দিয়ে ১ রান নিয়ে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। এদিকে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির পথে রয়েছেন সাদমান ইসলাম। এরপর ১৮০ বলে সাদমান তার টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন। মিল্টন শুম্বার বলে ফ্লিক করে দুই রান নিয়ে ক্যারিয়ারের টেস্ট সেঞ্চুরিতে পৌঁছান সাদমান। খানিক বাদে সাদমানের সঙ্গী নাজমুল হোসেন শান্তও সেঞ্চুরি তুলে নেন। তিনি তিন অঙ্কে পৌঁছেছেন ১০৯ বলে। এই দুজনের সেঞ্চুরির পরই ৪৭৬ রানের লিড নিয়ে বাংলাদেশ ইনিংস ঘোষণা করে। শেষ পর্যন্ত ১১৮ বলে ১১৭ ও সাদমান ১৯৬ বলে ১১৫ রান নিয়ে অপরাজিত থেকে মাট ছেড়েছেন।