খেলা

কিছুক্ষণ পরেই শুরু হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ

By Daily Satkhira

July 11, 2021

খেলার খবর : আর মাত্র কয়েক ঘণ্টা বাকি, রাত পোহালেই কোপা আমেরিকার স্বপ্নের ফাইনাল। রোববার ভোরে মারকানায় রুদ্ধশ্বাস মহারণ। মুখোমুখি আর্জেন্টিনা ও ব্রাজিল। শুধু মেসি-নেইমারের দ্বৈরথ নয়, বাঙালির আবেগ, চিরন্তন লড়াই। বাঙালি দুদলে ভাগ হয়ে গলা ফাটাবে। কেউ বেছে নেবেন হলুদ, কারোর পছন্দ সাদা-নীল। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬ টায়।

এক-দুই বছর নয়, দীর্ঘ ১৪ বছর পর কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ব্রাজিল। যে মাঠে দুদলের লড়াই হবে, গেল আসরে এই মাঠেই কোপার মুকুট পরেছিল ব্রাজিল। সেখানে তিক্ত অভিজ্ঞতা হয়েছে আর্জেন্টিনার। এই মারাকানাতেই ২০১৪ সালে বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিততে পারেনি আর্জেন্টিনা। একই মাঠে মেসিরা কেঁদেছিল গেল আসরেও। সেবার স্বাগতিক ব্রাজিলের কাছে হেরে শেষ চার থেকে বিদায় নিয়েছিল তারা।

তবে এবারের সুপার ক্ল্যাসিকোতে কে জিতবে, ব্রাজিল নাকি আর্জেন্টিনা? এই প্রশ্নের উত্তর আপাতত তোলা থাক। তবে তাঁর আগে দেখে নেওয়া যাক দুদলের অতীত ইতিহাস।

কোপার ফাইনালের মূল আকর্ষণ দুদলের দুই বড় তারকা – নেইমার ও লিওনেল মেসি। দুজনেই এখনো জাতীয় দলের হয়ে বড় কোনো শিরোপা জিততে পারেননি।

সেরা খেলোয়াড়ও হতে যাচ্ছেন দুজনের একজন। এবারের কোপার ফাইনালে দলকে তুলতে বড় ভূমিকা ছিল তাঁদের। এ ক্ষেত্রে সেরা বাছাই করার উপায় কিছুটা সহজ হতে পারে। টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ চার গোল করেছেন মেসি। গোল করানোর দিক দিয়েও এগিয়ে তিনি। টুর্নামেন্টে পাঁচবার সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন তিনি।

এই তালিকায় নেইমারের অবস্থান তিন নম্বরে। সেমিফাইনাল পর্যন্ত দুই গোল করেছেন তিনি। মেসি-নেইমারের মাঝে আছেন আর্জেন্টিনার লাউতারো মার্তিনেজ। তিনি করেছেন তিন গোল। তবে অ্যাসিস্টে মেসির পর আছেন নেইমারই। তিনটি অ্যাসিস্ট করেছেন ব্রাজিল সুপারস্টার।

সেরা খেলোয়াড় নির্বাচনে দলের জয়ে ভূমিকা রাখা বড় ব্যাপার। সেই দিক থেকে এগিয়ে আছেন মেসি। আর্জেন্টিনার ১১ গোলের মধ্যে ৯টিতেই জড়িয়ে আছে মেসির নাম। অন্যদিকে ১২ গোল করা ব্রাজিলের ৫টিতে জড়িয়ে আছে নেইমারের নাম। অবদানের হিসেবে এ দুজনের ধারে কাছে কেউ নেই।

অবশ্য সেরা খেলোয়াড় হওয়া নিয়ে ভাবছেন না দুজন। দুই তারকার চোখ আপাতত শিরোপার দিকেই। লড়াইয়ের আগে নেইমার তা জানিয়েই দিলেন শিরোপা জিততে নিজের সবটা উজাড় করে দেবেন তিনি, ‘আমি এই ফাইনাল জিততে চাই। আমি সত্যিই এই শিরোপা জিততে চাই, এটি আমার প্রথম কোপা আমেরিকা হবে। আমি সবটুকু উজাড় করে দিতে চাই। এটা এমন এক ফাইনাল, কোপা আমেরিকায় যেটা উপভোগ করতে চায় প্রত্যেক ফুটবলপ্রেমী। ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই, অনেক বছরের একটি ক্লাসিক ম্যাচ হতে যাচ্ছে যেখানে দুটি দলই সেরা হওয়ার জন্য লড়াই করবে।’

কদিন আগে মেসিও জানিয়ে দিয়েছেন সবার স্বপ্ন পূরণ করতে এসেছেন তিনি, ‘আমি এখানে ব্যক্তিগত অর্জন পূরণ করতে আসেনি। এখানে এসেছি সবার স্বপ্ন পূরণ করতে।’

অন্যদিকে ট্রফি জেতা হোক বা না হোক, মেসিকেই সেরা খেলোয়াড় হিসেবে মানছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। তাঁর ভাষায়, ‘জয় হোক বা হার, সে (মেসি) তারপরও সর্বকালের সেরা ফুটবলার। এটা প্রমাণ করতে তার কোনো ট্রফির প্রয়োজন নেই।’

একই সঙ্গে ১৯৯৩ সালে কোপা জয়ের পর আর ট্রফি না জেতা আর্জেন্টিনা মুখিয়ে আছে শিরোপার স্বাদ পেতে। কোচের ভাষায়, ‘অবশ্যই আমরা জিততে চাই। জিততে চাই আমাদের জন্য, আমাদের মানুষের জন্য এবং এতদিন ধরে আমরা যারা একসঙ্গে আছি ও সুরক্ষা-বলয় না ভাঙায় মনোযোগ ধরে রাখছি, সবার জন্য।’

এবার আসা যাক দলীয় হিসেবে-নিকাশে। আন্তর্জাতিক টুর্নামেন্টে এখন পর্যন্ত ১০৭ ম্যাচে মুখোমুখি হয়েছে ব্রাজিল-আর্জেন্টিনা। যেখানে জয়ের পাল্লা ভারী ব্রাজিলের। ৪৩টিতে জয় পেয়েছে ব্রাজিল, আর্জেন্টিনা জিতেছে ৩৯টিতে, বাকি ২৫ ম্যাচে ড্র।

কোপার মঞ্চে অবশ্য জয়ের দিক দিয়ে এগিয়ে আর্জেন্টিনা। কোপায় দুদলের ৩৩ দেখায় ১৫টিতে জিতেছে আর্জেন্টিনা, ব্রাজিলের জয় ১০টিতে। ৮টিতে ড্র।

চলতি আসরে দুদলের চলার পথ ছিল একই সমান্তরালে। ফাইনালে ওঠার আগ পর্যন্ত মোট ৬ ম্যাচের ৫টিতে জিতেছে আর্জেন্টিনা, একটিতে ড্র। ব্রাজিলেরও একই সমীকরণ। ৫ জয় ও এক ড্র। ৬ ম্যাচে ব্রাজিল প্রতিপক্ষকে দিয়েছে ১২ গোল, হজম করেছে দুই গোল। অন্যদিকে ১১ গোল দিয়ে আর্জেন্টিনা হজম করেছে তিন গোল। আসরে ১৩টি হলুদ কার্ড দেখেছে আর্জেন্টাইনরা। বিপরীতে আটটি হলুদ কার্ড দেখেছে ব্রাজিলিয়ানরা।

ফাইনালে ব্রাজিলকে দেখা যেতে পারে ৪-২-৩-১ ফরমেশনে। গোলপোস্ট সামলাবেন এডারসন। ডিফেন্সে থাকতে পারেন দানিলো, থিয়াগো সিলভা, মারকি মার্কুইনহোস। মিডফিল্ড সামলাবেন ফ্রেড ও কাসেমিরো। আর রক্ষণে তো আছেনই নেইমার, লুকাস পাকুয়েতা, এভার্টন ও রিচার্লিসন।

অন্যদিকে ফাইনালের লড়াইয়ে আর্জেন্টিনাকে হয়তো দেখা যেতে পারে ৪-৩-৩ ফরমেশনে। এই ফরমেশনেই বেশি সাফল্য পেয়েছে আকাশীরা। তবে ফাইনালে ডি মারিয়াকে নিয়ে অগ্নি পরিক্ষা দিতে পারেন স্কালোনি। শুরুর একাদশেও নামিয়ে দিতে পারেন তাঁকে। মিডফিল্ডে মেসির আস্থা এখন ডি পল, পারেদেস ও রদ্রিগেজে। শুরু থেকেই মাঝমাঠে থাকতে পারেন তারা।

ডিফেন্স নিয়ে চিন্তায় থাকা আর্জেন্টাইনদের দেওয়াল হতে পারেন মোলিনা, পিজ্জেলা, ওটামন্ডি ও ট্যাগলিফ্যালিকো। আগের ম্যাচের নায়ক এমিলিয়ানো মার্তিনেজ তো নিশ্চিতভাবে থাকছেন গোলপোস্টের দায়িত্বে। সেই সঙ্গে আক্রমণে গঞ্জালেস, মার্তিনেজের সঙ্গে মেসির পায়ের জাদু তো আছেই। কারণ ফুটবলে বেলা যে ফুরাচ্ছে তাঁর। এটাই হয়তো তাঁর শেষ কোপা আমেরিকা। তাই শেষ বেলায় একটা ট্রফি যে চাই-ই-চাই। নাহলে রেকর্ড ছয়বারের বর্ষসেরা খেলোয়াড়ের তকমা পাওয়া মেসির ফুটবল জীবন যে থেকে যাবে অপূর্ণ।