জাতীয়

সাতক্ষীরা সীমান্তে বিএসএফর গুলিতে বাংলাদেশি নিহত

By Daily Satkhira

July 12, 2021

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তের বিপরীতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আব্দুর রাজ্জাক (১৯) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

রোববার (১১ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

আব্দুর রাজ্জাক কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের কামদেবপুর গ্রামের রমজান গাজীর ছেলে।

ভাড়াশিমলা ইউপি সদস্য আব্দুল খালেক খান জানান, রাত দুইটা থেকে আড়াইটার মধ্যে তারা সীমান্তে তিনটি গুলির শব্দ, এর কিছুক্ষণ পর আরও একটি গুলির শব্দ শুনেছেন। পরে স্থানীয়ভাবে তিনি জেনেছেন সীমান্তের ইছামতি নদী সংলগ্ন হিঙ্গলগঞ্জ বিএসএফ ক্যাম্পের উত্তর পাশ থেকে আব্দুর রাজ্জাকের গুলিবিদ্ধ মরদেহ নিয়ে গেছে বিএসএফ।

আব্দুর রাজ্জাকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে তার চাচা হাবিবুর রহমান সবুজ।

তিনি জানান, আব্দুর রাজ্জাকের মরদেহ ফেরত আনার জন্য তারা বিজিবির কাছে আবেদন করা হয়েছে।

এদিকে সীমান্ত সূত্র জানায়, আব্দুর রাজ্জাক দীর্ঘদিন ধরে নদীপথে ভারত থেকে গরুসহ অবৈধ মালামাল আনা নেওয়ায় কাজে নিয়োজিত ছিল।

বিজিবির বসন্তপুর বিওপির হাবিলদার খলিল জানান, আব্দুর রাজ্জাকের মৃত্যুর বিষয়টি উল্লেখ করে পরিবারের পক্ষ থেকে বিজিবিকে জানানো হয়েছে। তাদের চিঠি আমলে নিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হবে।