তালা

ব্লাড ক্যান্সার কেড়ে নিল মেধাবী প্রেমার প্রাণ

By Daily Satkhira

July 13, 2021

এসএম বাচ্চু : ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকার আহসানিয়া মিশন হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেছেন মেধাবী ছাত্রী প্রেমা রায়(১৩)। সে তালা উপজেলার জেয়ালা নলতা গ্রামের প্রশান্ত রায়ের কন্যা ও খেজুরবুনিয়া জে,এন,এ পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম প্রেণীর মেধাবী ছাত্রী ছিলেন। সোমবার( ১২ জুলাই) আনুমানিক রাত ১১টা ৫৫ মিনিটে ঢাকার আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে দীর্ঘ এক মাস চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। প্রেমা রায়ের কাকা গৌতম রায় জানান যে, কিছুদিন আগে হঠাৎ করে প্রেমা অসুস্থ্য হয়ে পড়ে। প্রাথমিক চিকিৎসার জন্য তাকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে যায়। সেখান প্রেমার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতাল ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানতে পারি যে, প্রেমা রায়ের মরণ ব্যাধী ক্যান্সারে আক্রান্ত হয়েছে। সোমবার(১২) জুলাই ১ মাস যাবৎ চিকিৎসাধীন অবস্থায় সে সেখানে মৃত্যুবরণ করে।