সাতক্ষীরা

কুশখালী ও শিবপুর ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষণা

By Daily Satkhira

May 25, 2017

জি.এম আবুল হোসাইন :: সদর উপজেলার ২নং কুশখালী ইউনিয়ন পরিষদের আয়োজনে প্রকাশ্য বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম শ্যামল ২০১৭-১৮ অর্থ বছরে সর্বমোট ২ কোটি ৫৪ লক্ষ ৪৬ হাজার ৭ শত ৪১ টাকার বাজেট ঘোষণা করেন। স্বাগত বক্তব্যে তিনি বলেন, আমরা সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে উল্লেখযোগ্য উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই। তিনি আরো বলেন, মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন গড়তে সকলকে সাথে নিয়ে কাজ শুরু করেছি। স্বচ্ছ ও জবাবদিহিতা মূলক গ্রামীণ অবকাঠামোগত উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে রাস্তাঘাট, কালভাট, মসজিদ মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে এঅর্থবছরে বাজেট রেখেছি। সর্বপরি সকলের সহযোগিতায় কুশখালী ইউনিয়নকে একটি আলোকিত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।

বাজেট অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সদস্য মরিয়ম মান্নান, প্যানেল চেয়ারম্যান মো. মতলেবুর রহমান টুটুল, ইউপি সচিব মো. মতিউর রহমান, ইউপি সদস্য মো. ফারুক হোসেন রিপন, মন্জুয়ারা খানম ইতি প্রমুখ। প্রকাশ্য বাজেট অনুষ্ঠানে উন্মুক্ত আলোচনায় এলাকার শিশু সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তথা সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। চলতি বাজেটে শিশু কল্যাণ তহবিলে ১লক্ষ টাকা বাজেটে রাখা হয়। জনগণের মুখোমুখি হয়ে জনপ্রতিনিধি মো. শফিকুল ইসলাম শ্যামল উপস্থিত জনগণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। বাজেট অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মানবাধিকার কর্মি সাকিবুল ইসলাম।

অপরদিকে শিবপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার সকালে উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মজিদ বিশ্বাস ২০১৭-১৮ অর্থ বছরে সর্বমোট ১ কোটি ৫৮ লক্ষ ৬১ হাজার টাকার বাজেট ঘোষণা করেন।

বাজেট অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ইউপি সচিব মো. আমিনুর রশিদ, ইউপি সদস্য মো. আলমগীর হোসেন, আজহারুল ইসলাম, শফিকুল ইসলাম, খালেদা আক্তার, রওশন আরা বানু প্রমুখ।