এস এম আহম্মাদ উল্যাহ বাচ্চু : কালিগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সাতক্ষীরা থেকে প্রকাশিত সূর্যের আলো পত্রিকার সম্পাদক। বৃহস্পতিবার সকাল ১০টায় প্রেসক্লাবের হলরুমে ক্লাবের সভা শেখ সাইফুল বারী সফু‘র সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সদ্য প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা সূর্যের আলোর সম্পাদক আব্দুল ওয়ারেশ খান চৌধুরী। এসময় তিনি বলেন, সাংবাদিক সমাজ আজ অনেকাংশে অবহেলিত ও অধিকার বঞ্চিত। সমাজের নানাবিধ চিত্র ও সংবাদ উপস্থাপন করে দেশের জন্য কলম সৈনিক ভাইয়েরা অবদান রেখে থাকেন। অথচ দেশ স্বাধীনের পর থেকে কোন সরকারই তাদেরকে যথাযথ মূল্যয়ন করেনি। চাকুরী জীবন শেষে অনেক বরেণ্য সাংবাদিকদের সাথে মিশে তাদের অনুপ্রেরণায় সাপ্তাহিক সূর্যের আলো নামক পত্রিকা প্রকাশ করার সুযোগ পেয়েছি। আমার এই পত্রিকার সংবাদ কর্মীদের হতে হবে নির্ভিক, সৎ ও যোগ্যতা সম্পন্ন। দেশ অথবা সমাজ আমাকে কি দিয়েছে এটি বড় বিষয় নয়, আমি সমাজ বা দেশকে কি দিয়েছি সেটাই বড় কথা। প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সূর্যের আলো পত্রিকার সহ-সম্পাদক আব্দুল হাফিজ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু, তথ্য ও প্রচার সম্পাদক এসএম আহম্মাদ উল্যাহ বাচ্ছু, দৃষ্ঠিপাতের ব্যুরো প্রধান প্রেসক্লাবের নির্বাহী সদস্য শেখ আবু হাবিব, আশাশুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল ফারুক, শ্যামনগর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ, সূর্যের আলো পত্রিকার ব্যুরো প্রধান কামরুজ্জামান সাগর, সূর্যের আলো পত্রিকার কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি ও এমজেএফ বিশেষ প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা আজহারুল ইসলাম প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা ব্যুরো প্রধান হাফেজ আবুল বাশার, উপজেলা প্রতিনিধি খাদিজাতুল কোবরা, দক্ষিণশ্রীপুর প্রতিনিধি নুরুজ্জামান পাড়, কৃষ্ণনগর প্রতিনিধি সাগর হোসেন, ধলবাড়িয়া প্রতিনিধি আল মামুন, চাম্পাফুল প্রতিনিধি মনিরুজ্জামান মনি, শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, ইলাদেবী মল্লিক সহ কালিগঞ্জ, শ্যামনগর, আশাশুনি ও দেবহাটা উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।