সাতক্ষীরা

সাতক্ষীরা জেলা বিএনপির উদ্যোগে করোনা হেল্প সেন্টারের উদ্বোধন

By daily satkhira

July 16, 2021

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা বিএনপির উদ্যোগে করোনায় আক্রান্ত রোগীদের সেবায় করোনা হেল্প সেন্টার এর শুভ উদ্বোধন করা হয়েছে। বি.এন.পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শুক্রবার সকাল ১০টায় ইটাগাছা এলাকায় এ হেল্প সেন্টারের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এ্যাড. সৈয়দ ইফতেখার আলী ও সদস্য সচিব আব্দুল আলিম চেয়ারম্যান। এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহায়বক আব্দুর রউফ চেয়ারম্যান, হাবিবুর রহমান হাবিব।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মো: আবুল হোসেন, সভাপতি, জেলা শ্রমিকদলের সভাপতি আলহাজ¦ মো: আব্দুস সামাদ, জেলা বিএনপির সদস্য মো: শের আলী, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ মাসুম বিল্লাহ শাহিন সাংগঠনিক সম্পাদক,শাহ মো: কামরুজ্জামান কামু, জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু, সভাপতি, জেলা স্বেচ্ছাসেবক দলের সোহেল আহমেদ মানিক, জেলা কৃষকদলের আহবায়ক আহসানুল কাদির স্বপন, জেলা আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এ্যাড. আশরাফুল আলম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শিকদার, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক সালাউদ্দিন লিটন, জেলা আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক এ্যাড. আকবর হোসেন, পৌর ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি নূরে আলম সিদ্দিকী, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল জলিল খোকন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম বাবলু, জেলা মহিলা দলের যুগ্ম আহবায়ক ফরিদা আক্তার বিউটি, সদস্য সালেকা হক কেয়া, সাতক্ষীরা শহর ছাত্রদলের আহবায়ক হাজী আইয়ুব আলীসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

হেল্প সেন্টারের উদ্বোধনকালে বিএনপি নেতৃবৃন্দ বলেন, বৈশি^ক করোনা মহামারিতে গোটা মানবজাতি আজ দিশেহারা। বাংলাদেশে এর ভয়াবহতা ব্যাপকভাবে সংক্রমিত। সাতক্ষীরা জেলায় বর্তমানে করোনা আক্রান্ত মানুষের সংখ্যা অবিশ^াস্য ভাবে বৃদ্ধি পেয়েছে এবং মৃত্যুর সংখ্যাও নিতান্ত কম নয়। প্রতিদিন মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে নতুন নাম। দেশব্যাপি এই মহামারি মোকাবেলায় সরকার সার্বিক অর্থে ব্যর্থতার পরিচয় দিয়েছে। স্বাস্থ্য খাতে সরকারের অনিয়ম, তথ্য গোপনে অশুভ প্রবৃত্তি সর্বপরি একলা চলার নীতি ও সিদ্ধান্তে সমন্বয়হীনতা দেশের মানুষকে মৃত্যু ঝুঁকিতে ঠেলে দিচ্ছে। সামগ্রিক অবস্থা বিবেচনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারেক রহমানের নির্দেশে সাতক্ষীরা জেলায় করোনা আক্রান্ত মানুষকে মানবিক কারনে অক্সিজেন সাপোর্ট ও স্বাস্থ্য সেবা প্রদানের জন্য সাতক্ষীরা জেলা বি.এন.পির উদ্যোগে “করোনা হেল্প সেন্টার” এর শুভ উদ্বোধন করা হয়েছে।