মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৮তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসন, জেলা শিল্পকলা একাডেমী ও জেলা সাংস্কৃতিক পরিষদের আয়োজনে জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন অসাম্প্রদায়িকতার শ্রেষ্ঠ কবি। তিনি বুদ্ধিনির্ভর কবি নন; স্বভাবকবি, হৃদয়নির্ভর রোমান্টিক কবি। আমাদের ক্লেদাক্ত বর্তমানের মধ্যে আশ্বাসদীপ্ত ভবিষ্যৎকে বাঁচিয়ে রাখার রোমান্টিক চিমত্মায় তিনি সফল কবি-পুরুষ; যার ফলে বাঙালি মুসলমানরা পেল বাংলা সাহিত্যের যোগ্য অংশীদারিত্ব। বাঙালি পেল সর্বকালের শ্রেষ্ঠ নিরপেক্ষ ব্যক্তিত্ব। কাজী নজরুল ইসলাম ছিলেন সাম্য ও মানবতার কবি। তিনি কবিতা, গান, গজল ও নাটকের মাধ্যমে মানুষের কল্যাণের কথা বলেছেন’। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) এ.এফ.এম এহতেশামূল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মেরিনা আক্তার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এ.এন. এম মঈনুল ইসলাম প্রমুখ। আলোচক হিসেবে বক্তব্য রাখেন কবি ও প্রাবন্ধিক শুভ্র আহমেদ, তালা সরকারি কলেজের সহযোগি অধ্যাপক আশুতোষ সরকার প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ বিশ্বাস সুদেব কুমার, জেলা পিরষদের নব-নির্বাচিত সদস্য এ্যাড. শাহানাজ পারভীন মিলি, অধ্যাপক কাজী মুহম্মদ অলিউল্লাহ, সহকারী জেলা শিক্ষা অফিসার অলোক কুমার তরফদার, সদর থানার অফিসার ইনচার্জ মারুফ আহমেদ, আবৃত্তিকার মনিরুজ্জামান ছট্রু, কষ্ঠশিল্পী শামীমা পারভীন রত্মা প্রমুখ। জাতীয়ভাবে ঢাকাতে বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও জাতীয় শিশু পুরস্কার-২০১৭ এ জাতীয় পুরস্কার প্রাপ্ত ১৫ জন শিশু শিল্পীকে অভিনন্দন জানিয়ে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমীর পক্ষ থেকে শুভেচ্ছা পুরস্কার প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমীর সদস্য সচিব শেখ মোশফিকুর রহমান মিল্টন ও হেনরী সরদার।