কালিগঞ্জ

কালিগঞ্জের কালিকাপুরে নারীসহ ৩ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম : আটক-০১

By daily satkhira

July 18, 2021

নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জের কালিকাপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে নারীসহ ৩ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখমের ঘটনা ঘটেছে। গত ১৭ জুলাই ২১ তারিখে কালিগঞ্জের কালিকাপুরে এঘটনা ঘটে। এঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কালিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলায় ইতোমধ্যে কালিগঞ্জ থানা পুলিশ ১০ নং আসামী আব্দুর রশিদকে আটক করেছেন। মামলা সূত্রে জানা গেছে, জমি জমা সংক্রান্ত বিষয়ে কালিকাপুর গ্রামের আহম্মদ আলী মোড়লের পুত্র আমিনুর রহমান গংয়ের রামনগর গ্রামের আব্দুল মাজেদ মোড়লের পুত্র আবু হাসান, মৃত আব্দুল গফুর মোড়লের পুত্র আব্দুল কাদের মৃত. দ্বীন আলী মোড়লের পুত্র আব্দুল মাজেদ গংয়ের বিরোধ ছিলো। তারা দীর্ঘদিন ধরে আমিনুর গংয়ের পৈত্রিক সম্পত্তি অবৈধভাবে দখলের পায়তারা চালিয়ে আসছিল। গত ১৭ জুলাই ২১ ভোরে নিজ ভোগদখলীয় সম্পত্তিতে ধান চাষের কাজ করছিল আমিনুর। এসময় মৃত আব্দুল গফুর মোড়লের পুত্র আব্দুল কাদের, মৃত. কাশেম মোড়লের পুত্র ফারুক হোসেনের নেতৃত্বে মৃত. দ্বীন আলী মোড়লের পুত্র আব্দুল মাজেদ, রামনগর গ্রামের আবু হাসান, মৃত ঠান্ডাই তরফদারের পুত্র দাউদ আলী তরফদার, রঘুনাথপুর গ্রামের মৃত নুর আলী মোড়লের পুত্র আব্দুল জলিল মোড়ল ও কালিকাপুর গ্রামের মৃত খলিল কাগুজীর পুত্র রফিকুল ইসলাম কাগুজী, কালিকাপুর গ্রামের দাউদ আলী মোড়লের পুত্র আব্দুল রশিদসহ ৭/৮ জন ব্যক্তি দা, লোহার রডসহ অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে আমিনুরের উপর হামলা করে। এসময় আমিনুরকে উদ্ধার করতে ভাই শাহিনুর রহমান, নুর হোসেন ও শাহিনুর রহমানের স্ত্রীকেও বেধড়ক মারপিট করে গুরুতর আহত করে। সে সময় হামলাকারীরা আমিনুরকে কুপিয়ে মারাত্মক আহত করে। আহতদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ভুক্তভোগী শাহিনুর রহমান জানান, দীর্ঘ প্রায় ১০০ বছর যাবত উক্ত সম্পত্তি আমার বাবা-চাচা ভোগ দখলে আসছেন। কিন্তু উল্লেখিত ব্যক্তিরা জোরপূর্বক উক্ত সম্পত্তি দখলের পায়তারা চালিয়ে যাচ্ছেন। কালিগঞ্জ থানায় এস আই অহিদুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।